শুক্রবার, ৬ মে, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি ছুড়লেন ইউপি চেয়ারম্যান

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি ছুড়লেন ইউপি চেয়ারম্যান

হবিগঞ্জের বানিয়াচংয়ে সর্দার নিয়োগ নিয়ে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এ সময় ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া হেলমেট মাথায় দিয়ে প্রকাশ্যে নিজের অস্ত্র উঁচিয়ে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন। এই সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার সৈদরটুলা মহল্লায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন বলেন, উপজেলা সদরের  সৈদরটুলা ছান্দের সর্দার নিয়োগ নিয়ে ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া এবং জামায়াত নেতা ইকবাল বাহার খান ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম খান পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি করার ঘটনায় ধন মিয়াকে আটকের চেষ্টা করা হচ্ছে। তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় এরই মধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছে। অন্যদিকে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ধন মিয়া বলেন, জামায়াত-শিবির নেতাকর্মীরা আমার বাড়িতে হামলা করে ভাঙচুর করেছে। আত্মরক্ষা করতে গিয়ে গুলি ছুড়েছি।

 

 

সর্বশেষ খবর