শুক্রবার, ৬ মে, ২০২২ ০০:০০ টা

পাঠকের চাহিদা মেটানোর কারণেই শীর্ষে বাংলাদেশ প্রতিদিন

আমিনুল হক, এজেন্ট

দিনাজপুর প্রতিনিধি

পাঠকের চাহিদা মেটানোর কারণেই শীর্ষে বাংলাদেশ প্রতিদিন

দিনাজপুরে বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন পত্রিকা বিক্রয়ের এজেন্ট ‘হক পত্রিকা এজেন্সি’। পৈতৃকভাবে প্রাপ্ত হক পত্রিকা এজেন্সির স্বত্বাধিকারী আমিনুল হক দীর্ঘদিন ধরে দিনাজপুর শহরে সুনামের সঙ্গে পত্রিকা বিক্রি করে আসছেন। দিনাজপুর শহরে চারজন এজেন্টের মধ্যে হক পত্রিকা এজেন্সি সবচেয়ে বেশি পত্রিকা বিক্রি করে। এ এজেন্টের কাছেও পাঠকপ্রিয়তায় শীর্ষে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভোরের দর্পণ। এরপরে রয়েছে প্রথম আলো। আর অন্যসব পত্রিকার প্রচারসংখ্যা খুব বেশি নয়। হক পত্রিকা এজেন্সির স্বত্বাধিকারী ও এজেন্ট আমিনুল হক জানান, সব পত্রিকাই আমি বেশি বিক্রি করি। এর মধ্যে শীর্ষে রয়েছে পাঠকপ্রিয় বাংলাদেশ প্রতিদিন। দিনাজপুর শহরে আমার কাছে বাংলাদেশ প্রতিদিন বিক্রি হয় প্রায় দুই হাজার ৮০০ কপি। এরপর ভোরের দর্পণ এক হাজার ৮০০, প্রথম আলো প্রায় এক হাজার ২০০, করতোয়া এক হাজার ৪০০, আমাদের সময় ৯০০ এবং কালের কণ্ঠ, ইত্তেফাক, যুগান্তর, জনকণ্ঠসহ বাকি সব পত্রিকা শতকের নিচে বিক্রির অবস্থানে রয়েছে। দিনাজপুরের সব এজেন্টই বাংলাদেশ প্রতিদিন সবচেয়ে বেশি বিক্রি করেন বলে জানান তিনি। আমিনুল হক বলেন, বাংলাদেশ প্রতিদিন সাধারণত দুপুরের মধ্যেই বিক্রি শেষ হয়ে যায়। তিনি বলেন, প্রতিটি পত্রিকার প্রিন্টসহ অনলাইন আছে। আবার অনেক অনলাইন পত্রিকাও রয়েছে। সব ধরনের পাঠক অনলাইনে প্রায় সব খবরই পেয়ে যাচ্ছেন। এখনো অনেক পত্রিকা ভোরে পৌঁছায় না। আবার সব বিষয়ের খবরও থাকে না। সর্বশেষ তথ্যসংবলিত খবর, চমকপ্রদ ও বিশেষ খবর, সব পেশার মানুষের খবর, কৃষি, উদ্ভাবন, প্রকৃতি, স্বাস্থ্য, উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, খেলার মাঠ, সংস্কৃতি, বিদেশি খবর, রকমারিসহ সব ধরনের খবর বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় থাকে। আবার সপ্তাহে ‘ফ্রাইডে’ ও ‘শনিবারের সকাল’ বিশেষ পাতা ছাড়াও বিশেষ বিশেষ আইটেমের-বিশ্লেষণধর্মী খবরসহ সব খবরই পাঠক জানতে চায়। এরপর পাঠক অল্প কথাতেই সবকিছুই পেতে চায় তার পছন্দের পত্রিকায়। পাঠকের চাহিদা অনুযায়ী এসব কিছুই একসঙ্গে পেয়ে থাকে বাংলাদেশ প্রতিদিনে। মানুষ যা চায় তাই বাংলাদেশ প্রতিদিনে পায়। এ কারণে পত্রিকাটি বেশি চলে। দিনাজপুর শহরে সব এজেন্টের কাছে অন্য পত্রিকাগুলোর কিছু অবিক্রীত থাকে। তবে বাংলাদেশ প্রতিদিন অবিক্রীত থাকে না বললেই চলে।

সর্বশেষ খবর