শনিবার, ৭ মে, ২০২২ ০০:০০ টা

চট্টগ্রাম বন্দরে জাহাজ জট

গতকাল পর্যন্ত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ ছিল ৭২টি জাহাজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জাহাজ জটের কবলে পড়েছে দেশের অর্থনীতির প্রাণভোমরা চট্টগ্রাম বন্দর। ঈদের টানা ছুটির কারণে সংশ্লিষ্ট সরকারি দফতরগুলো বন্ধ থাকায় এবং বন্দরের স্বাভাবিক কার্যক্রম প্রায় অর্ধেকে নেমে আসায় জাহাজের এ জট সৃষ্টি হয়েছে। তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রত্যাশা, বন্দরের কর্মী, অপারেটর শ্রমিকরা ঈদের ছুটি শেষে কাজে যোগ দিলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দর মাত্র আট ঘণ্টা বন্ধ ছিল। এ ছাড়া ঈদের ছুটিতেও বন্দর স্বাভাবিক ছিল। তবে বন্দর সংশ্লিষ্ট প্রায় সবার অফিস বন্ধ ছিল। এ কারণে জাহাজের সংখ্যা কিছুটা বেড়েছে। আগামী সপ্তাহে বন্দর সংশ্লিষ্ট সব অফিস স্বাভাবিক গতি পাবে। তখন আর এ জট থাকবে না।’ বন্দর সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, গতকাল পর্যন্ত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ ছিল ৭২টি জাহাজ। যার মধ্যে ২৬টি জাহাজে পণ্য খালাস চলছে। বাকিগুলো পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া বন্দরের মূল জেটিতে অবস্থান করছে ১১টি জাহাজ। বন্দর সংশ্লিষ্ট অফিসগুলো বন্ধ থাকার কারণে কমেছে কনটেইনার হ্যান্ডেলিং। ফলে ৫ মে ৭০৫ টিইউএস এবং ৬ মে ১০৯২ টিইউএস কনটেইনার হ্যান্ডেলিং হয় বন্দরে। স্বাভাবিক সময়ে দৈনিক যা হয় সাড়ে ৩ থেকে ৪ হাজার টিইউএস। শনিবার থেকে বন্দরে কনটেইনার ছাড় পুরোপুরি সচল হবে। এতে জাহাজের চাপ কমতে শুরু করবে। এ ছাড়া সিঙ্গাপুর এবং কলম্বো থেকে জাহাজ আসার চাপও কম। ফলে চট্টগ্রাম বন্দরে জাহাজ জট দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা ক্ষীণ।

জানা যায়, গত ৩০ এপ্রিল ঈদ উপলক্ষে সরকারি ছুটি শুরু হলে কমতে থাকে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার খালাস। স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দর থেকে সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টিইউএস কনটেইনার হ্যান্ডেলিং হলেও ছুটির এ সময়ে তা নেমে আসে হাজারের নিচে। কনটেইনার খালাস কমে যাওয়ার কারণে প্রভাব পড়ে বহির্নোঙরে। ফলে বহির্নোঙরে বেড়েছে কনটেইনার জাহাজের সংখ্যা। আমদানিকারকদের মতে, ঈদের ছুটির কারণে কারখানা বন্ধ রয়েছে। তাই বন্দর থেকে পণ্য খালাস করে গুদামে রাখার সুযোগ নেই। এ ছাড়া সংশ্লিষ্ট অফিস বন্ধ তো রয়েছে। সব মিলিয়ে ছুটির কারণে স্বাভাবিক সময়ের চেয়ে কনটেইনার খালাস কম হয়েছে। আশা করা হচ্ছে শনিবার থেকে কনটেইনার খালাসে স্বাভাবিক গতি পাবে।

সর্বশেষ খবর