শনিবার, ৭ মে, ২০২২ ০০:০০ টা

নীলফামারীতে পাঠকপ্রিয়তায় শীর্ষে বাংলাদেশ প্রতিদিন

মো. খালিদ নিয়াজী নান্না, এজেন্ট

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে পাঠকপ্রিয়তায় শীর্ষে বাংলাদেশ প্রতিদিন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার পত্রিকা পরিবেশক (এজেন্ট) মো. খালিদ নিয়াজী নান্না বলেছেন, বাংলাদেশ প্রতিদিন নীলফামারী জেলায় শীর্ষ অবস্থানে রয়েছে। সব শ্রেণির মানুষের কথা তুলে ধরায় বাংলাদেশ প্রতিদিন পাঠকের পছন্দ। এ ছাড়া রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও ধর্মীয় সব বিষয় নিয়েই প্রকাশিত হয় দেশের সর্বাধিক প্রচারিত বাংলাদেশ প্রতিদিন। মো. খালিদ নিয়াজী নান্না জানান, পাঠকরা বলেন তাদের যে খবরের চাহিদা সে খবরগুলো তারা বাংলাদেশ প্রতিদিনে পেয়ে যান। দামের দিক থেকেও যথেষ্ট সাশ্রয়ী। ভোরে পত্রিকা বিক্রেতাদের (হকার) হাতে এ পত্রিকা তুলে দেওয়া হয়। দুপুর ১২টার মধ্যেই বিক্রি হয়ে যায়। এ ছাড়া দেশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিক নিয়ে নির্দেশনামূলক কলাম ছাপা হয় পত্রিকাটিতে। এ কারণে এ পত্রিকা বিক্রির চাহিদাও বেশি। এজন্য বাংলাদেশ প্রতিদিনের কোনো কপি অবিক্রীত থাকে না। বাংলাদেশ প্রতিদিন বেশি বিক্রি ও চাহিদার কারণ সম্পর্কে তিনি আরও জানান, অল্প কথায় সব ধরনের খবর থাকে এ পত্রিকায়। সংবাদ পরিবেশনে রয়েছে বৈচিত্র্য। এসব কারণে দীর্ঘদিন থেকে প্রচার সংখ্যায় শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। প্রচার সংখ্যায় নীলফামারী জেলায় পত্রিকাটির ধারেকাছেও এখন পর্যন্ত অন্য কোনো পত্রিকা আসতে পারেনি। সব শ্রেণির পাঠক অন্য সব পত্রিকার চেয়ে বেশি কেনেন বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের প্রচার সংখ্যার বিষয়ে জেলা ও উপজেলা পর্যায়ে পত্রিকার এজেন্টদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে নীলফামারী জেলায় বাংলাদেশ প্রতিদিনের প্রচার সংখ্যা ২ হাজার ২০০ কপি। এর পরের অবস্থানে আছে প্রথম আলো ১ হাজার ৬৩০ কপি। এরপর পর্যায়ক্রমে আজকের পত্রিকা ১ হাজার ১২২, কালের কণ্ঠ ২৬৩, ইত্তেফাক ৫০, যায়যায়দিন ৭৩, জনকণ্ঠ ২৬, সমকাল ১৫ কপি।

সর্বশেষ খবর