শিরোনাম
শনিবার, ৭ মে, ২০২২ ০০:০০ টা

বাউফলে আওয়ামী লীগ কার্যালয়ে ১৪৪ ধারা

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের (সভাপতি ও সাধারণ সম্পাদক) পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় বাউফল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুকের বাংলা বাজারের বাসভবনের সামনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ফরিদ আহমেদ। অপরদিকে বেলা ১১টার দিকে বাউফল প্রেস ক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতালেব হাওলাদার। এর আগে সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় জনতা ভবনে একই স্থানে একই সময়ে দুই গ্রুপ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন আহ্বান করায় বৃহস্পতিবার রাতে ১৪৪ ধারা জারি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন। লিখিত বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ফরিদ আহমেদ বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নেতা-কর্মীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিষোদগার করছেন। স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এমপির বিরুদ্ধে মানহানিকর এবং কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। যা বিভিন্ন সময়ে ফেসবুকেও প্রকাশ করেছেন। তিনি দলীয় নেতৃত্ব না মেনে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে কার্যক্রম পরিচালনা করছেন। মোতালেব হাওলাদার বিভিন্ন প্রকার অনিয়ম, নিয়োগ-বাণিজ্য, জায়গা দখল, টাকা আত্মসাৎ, দলীয় পদ এবং জনপ্রতিনিধির ক্ষমতার অপব্যবহার করে এহেন অপকর্ম নেই যা তিনি করেননি। এসব কর্মকা  থেকে বিরত থাকতে সভাপতি আ স ম ফিরোজ সাধারণ সম্পাদককে বারবার বারণ করলেও তিনি কর্ণপাত করেননি। যা দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। এমনকি দলীয় ইফতার পার্টি নিয়েও অপরাজনীতি করেছেন সাধারণ সম্পাদক মোতালেব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোশারেফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহিম ফারুক, সাংগঠনিক সম্পাদক ও সূর্যমণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চুসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ ছাড়া আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন। অপরদিকে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার বাউফল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে দাবি করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম ফিরোজ দলীয় কর্মকাণ্ডে স্বেচ্ছাচারী হয়ে উঠেছেন। আওয়ামী লীগ সংগঠনকে তিনি পরিবারতন্ত্রে পরিণত করার পাঁয়তারা করছেন। ১৯৭৯ সালে পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে এমপি নির্বাচিত হয়ে আওয়ামী লীগের ত্যাগী নেতা-কর্মীদের দল থেকে সুকৌশলে দূরে সরিয়ে রেখেছেন এবং নিজের পছন্দের লোক যারা আওয়ামী লীগ বিরোধী, বিএনপি ছাত্রদল ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের দলীয় পোস্ট (পদ) দিয়েছেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দাসপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মদরপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, বাউফল সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলামসহ ছাত্রলীগ, যুবলীগের কতিপয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর