শনিবার, ৭ মে, ২০২২ ০০:০০ টা
প্রকৃতি

নেত্রকোনায় মিলল বিপন্ন প্রজাতির গুইসাপ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় মিলল বিপন্ন প্রজাতির গুইসাপ

নেত্রকোনার দুর্গাপুরে বিপন্ন প্রজাতির গুইসাপ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বিকালে পৌরশহরের বাগিচাপাড়া এলাকায় প্লাস্টিক জালের সঙ্গে পেঁচিয়ে গুইসাপটি আটকে ছিল। পরে স্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষার স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য অ্যানিমলস অব সুসংয়ের সদস্যরা একে উদ্ধার এবং অবমুক্ত করে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে বাগিচাপাড়ার বাসিন্দা অরুণ চন্দ্র পণ্ডিতের বাসার পেছনের টিনের বেড়ার নিচে প্লাস্টিক জালের সঙ্গে কিছু একটা দেখতে পায় শিশুরা। তারা অরুণ চন্দ্র পণ্ডিতকে বিষয়টি জানায়। এরপর সেভ দ্য এনিমেলস অব সুসংকে খবর দেওয়া হয়।

স্থানীয়দের ধারণা, খাদ্যের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের পথে প্লাস্টিক জালে জড়িয়ে পড়েছিল প্রাণীটি।

সর্বশেষ খবর