রবিবার, ৮ মে, ২০২২ ০০:০০ টা

শুরু থেকেই নম্বর ওয়ান বাংলাদেশ প্রতিদিন

আজিজুর রহমান, এজেন্ট, ময়মনসিংহ

ময়মনসিংহ প্রতিনিধি

শুরু থেকেই নম্বর ওয়ান বাংলাদেশ প্রতিদিন

ময়মনসিংহ মহানগরের স্টেশন রোডে অবস্থিত সালাম বুক সেন্টারের সহকারী পরিচালক আজিজুর রহমান বলেছেন, প্রথম সংখ্যার পর থেকেই ময়মনসিংহে এক নম্বর দৈনিকের স্থান ধরে রেখেছে বাংলাদেশ প্রতিদিন। এমনকি এক যুগ ধরে এক দিনের জন্যও কদর কমেনি পত্রিকাটির। বরং এ পত্রিকার চাহিদা দিন দিন বেড়েই চলেছে। চাহিদা তুঙ্গে থাকার কারণে দুপুরের মধ্যেই পত্রিকাটি বিক্রিও শেষ হয়ে যায়। তিনি বলেন, দেশের শীর্ষ এ কাগজটি ছাপা খবরে এনেছে নতুনত্ব। খবরগুলো পাঠকের কাছে পেয়েছে বিশ্বস্ততা। গেটআপ, মেকআপও আকর্ষণীয়। এমনকি মার্কেটিং এবং ব্যবস্থাপনা বিভাগসহ প্রতিটি বিভাগের সঙ্গে আমাদের রয়েছে চমৎকার সম্পর্ক। এসবের কারণেই ময়মনসিংহ অঞ্চলে এখনও নম্বর ওয়ান বাংলাদেশ প্রতিদিন। আজিজুর রহমান বলেন, ময়মনসিংহে বাংলাদেশ প্রতিদিনের ১২ হাজার কপির চাহিদা রয়েছে, কিন্তু আমরা পাচ্ছি প্রায় ৯ হাজার কপি। পত্রিকাটির কোনো কপি অবিক্রীত থাকে না। দুপুর ১২টার মধ্যেই বিক্রি শেষ হয়ে যায়। তবে ভ্রাম্যমাণ কিছু পাঠকের সুবিধার্থে বিভিন্ন পয়েন্টে হকারদের কাছে অল্পসংখ্যক পত্রিকা থাকে। দিন শেষে এসব স্থানেও শতভাগ বিক্রি হয় পত্রিকাটি।

আজিজুর রহমান জানান, সালাম বুক সেন্টারের অধীনে হকার রয়েছেন ১২৫ জন। দৈনিকগুলোর মধ্যে প্রথম আলো ৪ হাজার ৪০০, আমাদের সময় ১ হাজার ৪৫০, যুগান্তর ১ হাজার ১০০, আজকের পত্রিকা ৮০০, সমকাল ৭০০, নয়াদিগন্ত ৭০০, কালের কণ্ঠ ৪৬০, ইত্তেফাক ৩৭৫, ডেইলি স্টার ৩০০, জনকণ্ঠ ৩০০, ইনকিলাব ২৭০, সংবাদ ২০৫, দেশ রূপান্তর ১৭০, সংগ্রাম ১৫৪, ভোরের কাগজ ১৫০, বণিকবার্তা ৬০, মানবজমিন ৬০, মানবকণ্ঠ ৫০, যায়যায়দিন ৫০, বিজনেস স্ট্যান্ডার্ড ২০, স্থানীয় দৈনিকের মধ্যে দৈনিক স্বদেশ ৭০, স্বজন ২০, জাহান ২০, ময়মনসিংহের কাগজ ২০ ও আজকের ময়মনসিংহ ৫টি করে দিলেও প্রতিদিন পত্রিকার সব কপি বিক্রি হয় না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর