রবিবার, ৮ মে, ২০২২ ০০:০০ টা
সহিংসতার শিকার নারী

কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে কলেজছাত্রীকে (২২) ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গতকাল সকালে পাঁচবিবি  উপজেলার মাঝিনা এলাকা থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন। ভিক্টিম জয়পুরহাট সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। পুলিশ  ও পরিবার সূত্রে জানা যায়, ওই কলেজছাত্রীর বাবা ব্যাংকের মামলায় বর্তমানে জেলে রয়েছেন। মা মারা যান চার বছর আগে। এ অবস্থায় মেয়েটি ভাইয়ের ঘরে থাকতেন। শুক্রবার রাতে বড় ভাই-ভাবি বাড়িতে না থাকায় পাশের বাড়ির দুই কিশোরী মেয়েকে নিয়ে রুমে টিভি দেখছিলেন তিনি। টিভি দেখা শেষে দুই কিশোরীকে রেখে পাশের রুমে ঘুমাতে যান ওই কলেজছাত্রী।    সকালে ঘুম থেকে উঠে ওই দুই কিশোরী তাদের রুমে বাইরে থেকে দরজা লাগানো দেখতে পায়। পরে তারা বিকল্প দরজা দিয়ে ভিক্টিমের রুমে গিয়ে তাকে বিবস্ত্র অবস্থায় দেখে চিৎকার দিয়ে ওঠে। এ সময় প্রতিবেশীরা এসে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয় আটাপুর ইউনিয়নের চেয়ারম্যান আ স ম শামসুল আরেফিন চৌধুরী আবু বলেন, মেয়েটির বাবা মাঝিনা বাজারে ধান-চালের ব্যবসা করতেন। ব্যবসায় লোকসানের কারণে তিনি ব্যাংকে ঋণ খেলাপি হন। সেই মামলায় বর্তমানে জেলে আছেন। দারিদ্র্যের কারণে মেয়েটি নিজে টিউশনি করে পড়াশোনার খরচ চালাত। মেয়েটি খুব ভালো ছিল। নিহতের ভাবি বলেন, নিজ ঘরে একটি মেয়ে নিরাপদে থাকতে পারেনি। আমরা এ ঘটনার দ্রুত বিচার চাই।

অতিরিক্ত পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) ইশতিয়াক আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।  মেয়েটির গলায় দাগ এবং ওড়না পেঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্টের পর হত্যার কারণ জানা যাবে ও আসামিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর