সোমবার, ৯ মে, ২০২২ ০০:০০ টা

অসুস্থ সমাজকল্যাণমন্ত্রী হেলিকপ্টারে ঢাকায়

খুলনার মেয়রকে এয়ার অ্যাম্বুলেন্সে

নিজস্ব প্রতিবেদক, খুলনা ও লালমনিরহাট প্রতিনিধি

অসুস্থ সমাজকল্যাণমন্ত্রী হেলিকপ্টারে ঢাকায়

হৃদরোগে আক্রান্ত সমাজকল্যাণমন্ত্রী নূরুজ্জামান আহমেদকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে। একইভাবে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেককে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয়েছে ঢাকার সিএমএইচ হাসপাতালে। উন্নত চিকিৎসার জন্য গতকাল তাদের ঢাকায় নেওয়া হয়। গতকাল বেলা আড়াইটার দিকে সমাজকল্যাণমন্ত্রীর ছেলে ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান  আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার রাতে মন্ত্রীকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছিল। অন্যদিকে গতকাল বিকালে খুলনার শেখ আবু নাসের হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেককে ঢাকায় নেওয়া হয় বলে হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মোর্শেদ জানান। শনিবার বেলা ১১টার দিকে সিটি মেয়র ডায়াবেটিস, ইউরিনের সমস্যা ও জ্বরে আক্রান্ত হয়ে খুলনার আবু নাসের হাসপাতালে ভর্তি হন। রমেক হাসপাতাল সূত্র জানায়, শনিবার রাতে গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে অবস্থানকালে সমাজকল্যাণমন্ত্রী বুকে প্রচ- ব্যথা অনুভব করেন। অ্যাম্বুলেন্সে করে রাত আড়াইটায় তাকে রমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। গতকাল বেলা দেড়টার দিকে তাকে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে রংপুর সেনানিবাসে নেওয়া হয়। পরে সেখান থেকে হেলিকপ্টারে করে ঢাকায় রওনা করেন। সমাজকল্যাণমন্ত্রীর অবস্থা স্থিতিশীল রয়েছে জানিয়ে তার ছেলে রাকিবুজ্জামান আহমেদ বলেন, ঢাকা থেকে আসার পর থেকেই তিনি (মন্ত্রী) ঈদ উদযাপনসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে খুব ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছিলেন। কয়েক দিন ধরে ঠিকমতো বিশ্রাম নেওয়া হয়নি। শনিবার রাতেও আদিতমারী উপজেলার মহিষখোঁচা এলাকায় একটি ঈদ আড্ডা অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষে বাড়িতে ফেরার পথে বুকে প্রচ- ব্যথা অনুভব করেন। পরে রাত আড়াইটার দিকে অ্যাম্বুলেন্সে করে তাকে রমেক হাসপাতালে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। এদিকে খুলনার মেয়রের বিষয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেন, ঢাকার সিএমএইচে ১৫ মে পর্যন্ত সিটি মেয়র চিকিৎসাধীন থাকবেন। তারপর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে। সিটি মেয়রের সঙ্গে তার সহধর্মিণী পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার ও ভাইজি মেঘলা রয়েছেন। তার স্ত্রী সিটি মেয়রের সুস্থতা কামনায় সবার দোয়া চেয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর