সোমবার, ৯ মে, ২০২২ ০০:০০ টা

নিজের তৈরি গাড়ি চালিয়ে কলেজে যান রিশান

আবদুর রহমান টুলু, বগুড়া

নিজের তৈরি গাড়ি চালিয়ে কলেজে যান রিশান

বগুড়ার সোনাতলায় কলেজছাত্র আবদুর রহমান রিশান তৈরি করেছেন প্রাইভেট কার। সেই কার নিয়ে তিনি নিয়মিত কলেজে যান। কলেজছাত্র রিশানের গাড়ি তৈরি এবং এটিতে চড়ে যাতায়াতের ঘটনায় এলাকায় আলোড়ন তৈরি হয়েছে। প্রতিদিন রিশান ও তার তৈরি গাড়ি দেখতে ভিড় করছে উৎসুক জনতা। জানা যায়, বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের পদ্মপাড়া গ্রামের ইউনুছ আলী ও ফরিদা বেগম দম্পতির ছেলে আবদুর রহমান রিশান সৈয়দ আহম্মদ কলেজের বিএম শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র। দীর্ঘ ১৮ মাস চেষ্টা চালিয়ে তৈরি করেছেন গাড়িটি। এতে ব্যয় হয়েছে প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকা। করোনা মহামারিতে কলেজ বন্ধ থাকায় দীর্ঘ ১৮ মাস সময়কে কাজে লাগিয়ে প্রায় ৫ ফুট  দৈর্ঘ্য ও ৩ ফুট প্রস্থের গাড়িটি তৈরি করেন রিশান। পেট্রোলচালিত এ গাড়িটি ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম। আবদুর রহমান রিশানের পিতা ইউনুছ আলী জানান, রিশান তার নিজস্ব উদ্ভাবনী চিন্তায় গাড়িটি তৈরি করেছে। ছেলের এ কাজে তিনি খুব খুশি। বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম লতিফুল বারী টিম জানান, গাড়িটি তৈরির বিষয়ে রিশানের কোনো অভিজ্ঞতা ছিল না। তারপরও বিভিন্ন উপায়ে গাড়িটি তৈরি করে নিজেই চালিয়ে নিয়ে যাচ্ছেন। বিষয়টি আনন্দের। সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন বলেন, রিশানের এমন উদ্ভাবনী দক্ষতায় আমরা গর্বিত। রিশানের এ ধরনের প্রচেষ্টা এগিয়ে নিতে সাধ্যমতো চেষ্টা করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর