সোমবার, ৯ মে, ২০২২ ০০:০০ টা
প্রকৃতি

শ্রীমঙ্গলে শঙ্খিনী সাপ উদ্ধার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

শ্রীমঙ্গলে শঙ্খিনী সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পাঁচাউন গ্রাম থেকে একটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল ওই গ্রামের রুপন মিয়ার বাড়ি থেকে সাপটি উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও স্থানীয় বন বিভাগের লোকজন। পরে সাপটি বনে ছেড়ে দেওয়া হয়।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, রুপন মিয়ার বাড়ি পুকুরের পাড়ের নেটের বেড়ায় সাপটি আটকে যায়। পরে বাড়ির লোকজন এটিকে নেট থেকে ছাড়িয়ে একটি ড্রামের মধ্য আটকিয়ে রাখে। খবর পেয়ে তিনি ওই বাড়িতে গিয়ে সাপটি উদ্ধার করে নিয়ে আসেন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষক বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, উদ্ধার করা শঙ্খিনী প্রাপ্তবয়স্ক একটি সাপ। পুরোপুরি সুস্থ থাকায় সাপটিকে লাউয়াছড়া বনাঞ্চলের জানকিছড়া বন এলাকায় অবমুক্ত করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর