মঙ্গলবার, ১০ মে, ২০২২ ০০:০০ টা

পাঠকপ্রিয়তায় বাংলাদেশ প্রতিদিনের ধারেকাছেও নেই অন্য কোনো পত্রিকা

তাওহীদুল ইসলাম রকি, সভাপতি, বিভাগীয় এজেন্ট অ্যাসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

পাঠকপ্রিয়তায় বাংলাদেশ প্রতিদিনের ধারেকাছেও নেই অন্য কোনো পত্রিকা

বরিশাল বিভাগীয় সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তাওহীদুল ইসলাম রকি বলেছেন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটি অনেক গোছানো। এতে দেশি-বিদেশি সব নিউজ পাওয়া যায়। দামে সাশ্রয়ী হওয়ায় পাঠকেরও আগ্রহ বেশি। এটা একটা ডিসিপ্লিন কাগজ। বিকালের আগেই এ পত্রিকার সব কপি বিক্রি হয়ে যায়। দিন শেষে অবিক্রীতও থাকে না বাংলাদেশ প্রতিদিন। তিনি বলেন, অল্প অল্প কথায় সব দেশি-বিদেশি নিউজ পাওয়া যায়। দামে সাশ্রয়ী হওয়ায় সব শ্রেণি-পেশার পাঠক এ পত্রিকাটি কিনতে পারেন। এসব কারণে বেশি পত্রিকা নিলেও হকার এবং এজেন্টদের কোনো টেনশন থাকে না। গ্রামাঞ্চল কিংবা উপজেলা শহরে বিকাল ৪টা-৫টার পর আর বাংলাদেশ প্রতিদিন পাওয়া যায় না। তাওহীদুল ইসলাম রকি বলেন, বরিশালে বাংলাদেশ প্রতিদিনের প্রচার সংখ্যা প্রায় ৭ হাজার। এ সংখ্যার ধারেকাছেও নেই অন্য কোনো পত্রিকা। অর্ধেকের চেয়েও অনেক কম প্রায় আড়াই হাজার প্রচারসংখ্যা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে প্রথম আলো, যুগান্তর আসে প্রায় ২ হাজার, সমকাল দেড় হাজার, কালের কণ্ঠ প্রায় ১ হাজার এবং ইত্তেফাক প্রায় ৮০০।  তিনি জানান, নতুন একটি পত্রিকার হাজারো কপি বরিশালে এলেও পাঠকের তেমন কোনো আগ্রহ নেই এর প্রতি। এ জন্য সংশ্লিষ্টরা অধিক লাভের আশায় কাগজ হিসেবে কেজি দরে বিক্রি করে দেন বলে জানান বিভাগীয় সংবাদপত্র অ্যাসোসিয়েশনের এ শীর্ষ নেতা।

সর্বশেষ খবর