মঙ্গলবার, ১০ মে, ২০২২ ০০:০০ টা

দু-এক দিনের মধ্যে বাড়ি ফিরতে পারবে শিশুটি

টয়লেটে নবজাতক প্রসব তদন্তে কমিটি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

দু-এক দিনের মধ্যে বাড়ি ফিরতে পারবে শিশুটি

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের টয়লেটে নবজাতক প্রসবের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের নবজাতক শিশুর বিশেষ সেবা ইউনিটের (স্ক্যানু) বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম আর তালুকদার মুজিবকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন হাসপাতালের উপপরিচালক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সহকারী পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান। কমিটিকে পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে সরেজমিন তদন্তপূর্বক প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে বলে জানান কমিটির প্রধান অধ্যাপক ডা. তালুকদার এম আর মুজিব। এদিকে হাসপাতালের নবজাতক শিশুর বিশেষ সেবা ইউনিটে (স্ক্যানু) চিকিৎসাধীন ওই নবজাতক সুস্থ এবং স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্ক্যানু বিভাগের প্রধান অধ্যাপক ডা. তালুকদার এম আর মুজিব জানান, শিশুটির শারীরিক অবস্থা ভালো আছে। তাকে পর্যবেক্ষণে রেখে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। আগামী দু-এক দিনের মধ্যে সুস্থ হয়ে শিশুটি বাড়ি ফিরতে পারবে। উল্লেখ্য, শনিবার বিকাল ৩টার দিকে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সন্তানসম্ভবা শিল্পী বেগম (২৭) প্রকৃতির ডাকে সাড়া দিয়ে হাসপাতালের তৃতীয় তলার প্রসূতি ওয়ার্ডের টয়লেটে যান। সেখানে টয়লেটের প্যানে আকস্মিক সন্তান প্রসব হয় তার। প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। প্যানে শিশুর কান্না শুনে শিল্পী তাকিয়ে দেখেন একটি নবজাতক প্যানের মধ্য থেকে পাইপের মধ্যে ঢুকে গেছে। তিনি ডাকচিৎকার দিলে তার স্বামী নেয়ামতউল্লাহ ও অন্য রোগীর স্বজনরা দ্বিতীয় তলায় গিয়ে পাইপ ভেঙে প্রায় পৌঁনে ২ ঘণ্টা চেষ্টার পর পাইপের ভিতর থেকে নবজাতকটিকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনাকে অলৌকিক হিসেবে দেখছেন অনেকে। টয়লেটের প্যানে সন্তান প্রসব হওয়ার পর পাইপে আটকে থাকা এবং প্রায় পৌনে ২ ঘণ্টা পর জীবিত উদ্ধার চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এদিকে ওই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ পুরনো টয়লেটগুলোকে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম।

সর্বশেষ খবর