মঙ্গলবার, ১০ মে, ২০২২ ০০:০০ টা

নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাসদের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

ভোজ্য তেল, চাল, ডালসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ, সিন্ডিকেট ও মজুদদারদের শাস্তি এবং খাদ্যপণ্যের রেশন ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এসব দাবি জানান সংগঠনটির নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। বাজারে গিয়ে প্রয়োজনীয় দ্রব্য কেনার আগেই পকেটের টাকা শেষ হয়ে যাচ্ছে। এতে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বাড়ছে। মধ্যবিত্তরাও বিপত্তিতে পড়ছেন।

সরকারের সমালোচনা করে তারা বলেন, ভোটারবিহীন সরকার জনগণের কথা চিন্তা করছে না। ব্যবসায়ীদের নিয়ে রাজনীতিতে একটি দুর্বৃত্তায়ন তৈরি করেছে। বাজার ব্যবস্থা মানুষকে অসহনীয় করে তুলছে। তাই সরকারকে দ্রুত এই বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হবে। সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মনীষা চক্রবর্তী, জুলফিকার আলী প্রমুখ।

সর্বশেষ খবর