মঙ্গলবার, ১০ মে, ২০২২ ০০:০০ টা

সয়াবিনের অতিরিক্ত দাম ও মজুদের বিরুদ্ধে অভিযান

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে সয়াবিন তেলের অবৈধ মজুদ এবং অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির বিরুদ্ধে যৌথভাবে অভিযান চালিয়েছে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত চলা এই অভিযানে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বলেছেন, এনএসআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহযোগিতায় সয়াবিন তেলের অবৈধ মজুদ এবং অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির বিরুদ্ধে অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই দোকান মালিকরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে।    ভবিষ্যতেও এসব চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। জানা গেছে, উত্তর যাত্রাবাড়ী এলাকায় কিছু মুদি ব্যবসায়ী বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুদ করে সরকার কর্তৃক নির্ধারিত দরের চেয়ে অতিরিক্ত প্রতি লিটারে ৩৪ টাকা বেশি দরে বিক্রি করছে এমন খবরের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল অভিযান চালায়। সঙ্গে ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল। পরে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট মো. মাজহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সর্বশেষ খবর