মঙ্গলবার, ১০ মে, ২০২২ ০০:০০ টা

দিল্লির বাংলাদেশ মিশনে মঙ্গল শোভাযাত্রায় ৩০ দেশের রাষ্ট্রদূত

নয়াদিল্লি প্রতিনিধি

নয়াদিল্লিতে নিযুক্ত ৩০টি দেশের রাষ্ট্রদূতেরা রবিবার সন্ধ্যায় বাংলাদেশ মিশনে আয়োজিত পয়লা বৈশাখের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাঁরা এই প্রথম বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় পা মেলালেন। রমজান মাসের কারণে এ অনুষ্ঠান বিলম্বিত হয়। তবে কবিগুরু রবীন্দ্রনাথ ও জাতীয় কবি নজরুল ইসলামের জন্মদিন উদ্যাপনের সঙ্গে অনুষ্ঠানটি সংযুক্ত করা হয়। অংশগ্রহণ করেন থাইল্যান্ড, মিয়ানমার, ফিলিস্তিন, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, লাতিন আমেরিকার রাষ্ট্রদূতেরা। হাইকমিশনার মুহম্মদ ইমরান ও তাঁর স্ত্রী জাকিয়া হাসনাত ইমরান শোভাযাত্রার নেতৃত্ব দেন। এতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিকর্তা অংশগ্রহণ করেন। ঢাকায় মঙ্গল শোভাযাত্রায় যে ধরনের রঙিন প্রতিকৃতি ব্যবহৃত হয়, এখানেও সে মটিফগুলো ব্যবহৃত হয়েছে। এ শোভাযাত্রা বাংলাদেশের অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনার প্রতীক। ভারতের বুকে সে প্রতীক তুলে ধরার এক কূটনৈতিক প্রয়াস ছিল রবিবার। পরে মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে বাংলাদেশের জনপ্রিয় লোকগীতি, রবীন্দ্রনাথের এসো হে বৈশাখ ও নজরুলের ‘এলো খুশির ঈদ’ গাওয়া হয়। হাইকমিশনার তাঁর ভাষণে জানান, বাংলায় প্রথম ঈদের গান রচনা করেন কাজী নজরুল। আমন্ত্রিত অতিথিদের জন্য চটজলদি প্রতিকৃতি অঙ্কনের আয়োজন ছিল। শেষে বাঙালি ভোজে আপ্যায়িত করা হয় অতিথিদের। ছিল ভাত-ডাল, ভর্তা, বেগুন ভাজা, চিংড়ি, রুই, পায়েস, সেমাই, দই ইত্যাদি।

সর্বশেষ খবর