বুধবার, ১১ মে, ২০২২ ০০:০০ টা

পাম্পে তেল নেই সাইনবোর্ড থাকলেই লাইসেন্স বাতিল

স্বাভাবিক সরবরাহ উত্তরাঞ্চলে

নিজস্ব প্রতিবেদক

দেশের উত্তরাঞ্চলে স্বাভাবিক হয়ে এসেছে জ্বালানি তেলের সরবরাহ। এরই মধ্যে পৌঁছে গেছে জ্বালানি তেল। গতকাল জ্বালানি বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী কোনো পেট্রোল পাম্পে এখন থেকে পেট্রোল ও অকটেন নেই এমন সাইনবোর্ড লেখা থাকলেই সেই পাম্পের লাইসেন্স বাতিল করা হবে। আবার জ্বালানি সংকটের কথা বলে কেউ নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম নিলেও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জ্বালানি বিভাগ থেকে সতর্ক করা হয়েছে। জানা যায়, রংপুরের ফিলিং স্টেশনগুলোতে এখন পেট্রোল-অকটেন পাওয়া যাচ্ছে। ঈদের ছুটির পর ৮ মে থেকে চট্টগ্রাম থেকে সরাসরি তেলের ওয়াগনবাহী ট্রেন উত্তরাঞ্চলে আসতে শুরু করেছে। পেট্রোলিয়াম করপোরেশনের আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, ঈদের বন্ধের কারণে রেলের ওয়াগনবাহী ট্রেনগুলো বন্ধ থাকায় উত্তরাঞ্চলের ডিপোগুলোতে জ্বালানি সরবরাহ কিছুটা ব্যাহত হয়। এ জন্য এ অঞ্চলের ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল ও অকটেনের কিছুটা সংকট সৃষ্টি হয়। তবে ঈদের ছুটির পর উত্তরাঞ্চলের ডিপোগুলোতে চাহিদামতো জ্বালানি তেল সরবরাহ করায় সংকট কেটে গেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ অকটেন-পেট্রোল সংকটের গুজব ছড়ালেই আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। দেশে জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে। ভবিষ্যতেও সংকটের আশঙ্কা নেই। প্রসঙ্গত, খুলনার দৌলতপুর থেকে পার্বতীপুর ও চট্টগ্রাম থেকে রংপুরে রেল ওয়াগনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ করা হয়। যা এরই মধ্যে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গেছে। জ্বালানি বিভাগ থেকে ক্রেতাদের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে অকটেন ও পেট্রোল ক্রয় না করার জন্য অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ খবর