বুধবার, ১১ মে, ২০২২ ০০:০০ টা

লিজের ট্রেনে লোকসান কেন

হিসাবের গোঁজামিল নিয়ে সংসদীয় কমিটির ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি খাতে লিজ দেওয়া ৪০ ট্রেনের লোকসান এবং আয়-ব্যয়ের হিসাবে গোঁজামিল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। তিন বছর আগে লিজ দেওয়া ৪০টি রেলের ট্রেনপ্রতি আয়-ব্যয়ের কোনো হিসাব নেই। যে খরচ দেখানো হয়েছে তাতে যাত্রীপ্রতি কিলোমিটারওয়ারি খরচ দেখানো হয়েছে। আবার কোনো বছরের আয়ের হিসাব পাওয়া গেলেও পাওয়া যাচ্ছে না ব্যয়ের হিসাব। রেল মন্ত্রণালয় বলছে, ট্রেনপ্রতি হিসাব রাখা হয় না। কিলোমিটারপ্রতি আয়-ব্যয়ের হিসাব রাখা হয়। তবে সংসদীয় কমিটি এ হিসাবে সন্তুষ্ট নয়। তারা ট্রেনপ্রতি খরচের হিসাব সংসদীয় কমিটিতে দাখিল করতে বলেছে। কমিটির সদস্যরা বলেছেন, লোকসান দিয়ে চালালে বেসরকারি খাতে দেওয়ার দরকার কী? রেলওয়ে নিজেই তো চালাতে পারে। এ ছাড়া অবৈধভাবে দখলকৃত সৈয়দপুর রেলস্টেশনের জায়গা পুনরুদ্ধার করতে স্থানীয় সংসদ সদস্য ও জনগণের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেয় কমিটি। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে গত তিন অর্থবছরের হিসাব পর্যালোচনা করে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী। রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, আসাদুজ্জামান নূর, মো. সাইফুজ্জামান, এইচ এম ইব্রাহিম, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি এমপি বৈঠকে অংশগ্রহণ করেন। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে বেসরকারি পর্যায়ে পরিচালিত ৪০টি ট্রেনের বছরপ্রতি আয়-ব্যয়ের বিস্তারিত তথ্য পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে। গত বৈঠকে কমিটির পক্ষ থেকে অভিজ্ঞতা অর্জনের জন্য ঈদের পর কোরিয়া, চীন কিংবা জাপানের রেলওয়ের কার্যক্রম সরেজমিন পরিদর্শনের জন্য কমিটির সদস্যদের সফরের ব্যবস্থা করার সুপারিশের অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হয়। এ সময় মন্ত্রণালয় থেকে জানানো হয়, কোরিয়া, জাপান ও চীনে করোনাভাইরাসের কারণে এখনো ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ জারি রয়েছে। বিধিনিষেধ শিথিল হলে বর্ণিত ভ্রমণের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাপরিচালক, স্থায়ী কমিটির সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর