বৃহস্পতিবার, ১২ মে, ২০২২ ০০:০০ টা

ফেনীতে চাহিদার শীর্ষে বাংলাদেশ প্রতিদিন

আবু ছালেহ নোমান, এজেন্ট

ফেনী প্রতিনিধি

ফেনীতে চাহিদার শীর্ষে বাংলাদেশ প্রতিদিন

ফেনী জেলায় ছোট বড় পাঁচটি সংবাদপত্র পরিবেশক প্রতিষ্ঠান রয়েছে। তারা বিভিন্ন নামে ফেনীতে পত্রিকা পরিবেশন করেন। ফেনীতে দৈনিক পত্রিকার চাহিদা প্রায় সাড়ে ৬ হাজার। বাংলাদেশ প্রতিদিনের ফেনী জেলার প্রধান এজেন্ট আবু ছালেহ নোমান। তাঁর প্রতিষ্ঠান শহরের সদর হাসপাতাল মোড়ে। তিনি বলেন, ‘ফেনীতে ১১ জনের নামে বাংলাদেশ প্রতিদিন আসে। শুরু থেকেই বিক্রির দিক দিয়ে বাংলাদেশ প্রতিদিন ফেনীতে প্রথম স্থানে রয়েছে। এ পত্রিকাটিতে অল্প কথায় ছোট আকারে প্রায় প্রতিটি খবর পাওয়া যায় বলেই এটি বিক্রি বেশি হয়।’ তিনি বলেন, ‘যে নিউজগুলো বড় করার প্রয়োজন সেগুলো পত্রিকাটিতে ঠিকই বড় করা হয়। পত্রিকাটি দুপুর ১২টার মধ্যেই বিক্রি শেষ হয়ে যায়। পত্রিকাটি আমরা পাঠকের চাহিদামতো দিতে পারি না।’ তিনি আরও জানান, তাঁর এজেন্সির সামনে একটি দোকানে তিনি পত্রিকাটির দুটি কপি নিয়মিত পাঠকের জন্য রাখেন। যাঁরা পত্রিকাটি সংগ্রহ করতে পারেন না তাঁরা সেখানে গিয়ে পত্রিকাটি পড়েন। তিনি জানান, ফেনীতে বাংলাদেশ প্রতিদিন বিক্রি হয় ১ হাজার ৫৩০ কপি। আরও অনেক চাহিদা থাকলেও পাওয়া যায় না। অন্যান্য পত্রিকার মধ্যে প্রথম আলো ১ হাজার ৩০০, আমাদের সময় ৬৮০, নয়া দিগন্ত ৫৮০, যুগান্তর ৫৭৭, সমকাল ২৮১, কালের কণ্ঠ ১৯৯, ইত্তেফাক ৭০, ইনকিলাব ১১২, জনকণ্ঠ ১১২ কপি করে আসে। তবে এসব পত্রিকার কিছু অংশ অবিক্রীত অবস্থায় ফেরত আসে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর