শুক্রবার, ১৩ মে, ২০২২ ০০:০০ টা

শিল্পকলায় মাংকি ট্রায়াল

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় মাংকি ট্রায়াল

শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো বাতিঘর প্রযোজিত নাটক ‘মাংকি ট্রায়াল’। গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি। জেরম লরেন্স ও রবার্ট এডউইন লির গল্প অবলম্বনে খালিদ হাসান রুমি, মৃধা অয়োমী ও মুহাইমিন অঞ্জন অনূদিত এই নাটকটির মঞ্চরূপ ও নির্দেশনায় ছিলেন মুক্তনীল।

১৯২৫ সালে আমেরিকার হিলসবোরো শহরের পাবলিক স্কুল শিক্ষক বার্ট্রাম কেইটসের ওপর বাটলার আইন লঙ্ঘন করার দায়ে মামলা হয়। বাটলার আইন এমন এক রাষ্ট্রীয় আইন যা পাবলিক স্কুলের শিক্ষকদের স্কুলের ক্লাসে সৃষ্টিবাদের পরিবর্তে বিবর্তনবাদ শেখানো নিষিদ্ধ করে। লেখক, সাংবাদিক ও সমালোচক ই কে হর্নবেকের রিপোর্টিংয়ের মাধ্যমে এই মামলাটি মিডিয়াতে তীব্রভাবে আলোচিত হয় ও পুরো দেশের মনোযোগ আকর্ষণ করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ম্যাথিউ হ্যারিসন ব্রাডি এবং আসামিপক্ষের আইনজীবী হিসেবে হেনরি ড্রামন্ড আসেন মামলাটি লড়তে। বিবিধ ঘটনার উত্থান-পতনের মধ্য দিয়ে মামলাটি এক যুগান্তকারী সিদ্ধান্তে পৌঁছায়, যা আদতে আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। গল্পটি ১৯২৫ সালে আমেরিকার বহুল আলোচিত মামলা ‘স্কোপস্? মাংকি ট্রায়াল’এর সত্য ঘটনার অবলম্বনে নির্মিত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মুক্তনীল, খালিদ হাসান রুমি, তারানা তাবাসসুম চেরী, সঞ্জয় গোস্বামী, সাদ্দাম রহমান, স্মরণ বিশ্বাস, মৃধা অয়োমী, সঞ্জয় হালদার, ইয়াসির আরাফাত, জর্জ দীপ্ত, শৈবাল সান্যাল, সাবরিনা সারমিন, রাজু আহমেদ, আহসানউল্লাহ রিয়াজ, রাজা আকন প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর