শুক্রবার, ১৩ মে, ২০২২ ০০:০০ টা

নূর হোসেন চাঁদাবাজি মামলায় খালাস

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন, তার ভাই-ভাতিজাসহ চার আসামি চাঁদাবাজির একটি মামলায় খালাস পেয়েছেন। গতকাল সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত ২০১৪ সালে দায়ের হওয়া মামলায় এদের খালাস দিয়ে রায় ঘোষণা করেন। এ মামলায় আটজনকে আসামি করা হয়েছিল। পুলিশের চার্জশিট থেকে পরে চারজনকে বাদ দেওয়া হয় এবং চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। মামলায় খালাসপ্রাপ্তরা হলেন নূর হোসেন, তার ভাতিজা শাহজালাল বাদল (কাউন্সিলর), লোকমান ও নুরুদ্দিন। এর আগে সকালে কঠোর নিরাপত্তায় নূর হোসেনকে আদালতে নিয়ে আসে পুলিশ। নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাসমীন আহমেদ জানান, চাঁদাবাজির অভিযোগে মামলাটি ২০১৪ সালে করা হয়েছিল।

মামলার বাদী ছিলেন সাইদুল ইসলাম। আসামি ছিলেন নূর হোসেন, তার ভাই-ভাতিজাসহ আটজন। পরে চার্জশিট থেকে চারজনের নাম বাদ দিয়ে চারজনকে আসামি করা হয়। রায়ে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অভিযুক্ত চার আসামিকেই খালাস দিয়েছে আদালত। তিনি আরও জানান, একই দিনে নূর হোসেনের আরও তিনটি মামলার মধ্যে একটি মাদক মামলায় যুক্তিতর্ক হয়েছে। দুটি মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ থাকলেও সাক্ষীরা উপস্থিত হননি। তিনটি মামলার পরবর্তী তারিখ ১৪ জুলাই নির্ধারণ করেছে আদালত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর