শিরোনাম
শনিবার, ১৪ মে, ২০২২ ০০:০০ টা

চট্টগ্রাম বন্দরের কনটেইনারে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের কনটেইনার ইয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কনটেইনারের মধ্যে থাকা পেনসিল ব্যাটারি, যন্ত্রপাতিসহ ইলেকট্রনিক্স পণ্য পুড়ে যায়। গতকাল ভোরে বন্দরের এনসিটি জেটি সংলগ্ন ইয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, গতকাল ভোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে একটি  কন্টেইনারে রাখা পণ্য পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনা তদন্তে বন্দরের পরিচালক (প্রশাসন) মমিনুর রশিদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সাত কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, ফায়ার সার্ভিসের আটটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

সর্বশেষ খবর