রবিবার, ১৫ মে, ২০২২ ০০:০০ টা

সবচেয়ে জনপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিন

মো. সেতাব উদ্দিন, এজেন্ট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সবচেয়ে জনপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিন

আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ প্রতিদিন সবচেয়ে পাঠকপ্রিয় পত্রিকা। কোনো এজেন্টের কাছেই পত্রিকাটি অবিক্রীত থাকে

না এবং বেলা ২টার মধ্যেই সব কপি বিক্রি হয়ে যায় বলে জানালেন জেলার প্রবীণ সংবাদপত্র এজেন্ট মো. সেতাব উদ্দিন। বাংলাদেশ প্রতিদিন সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, সংবাদপত্র জগতে পত্রিকাটি সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছে গেছে। এখন কোনো পাঠক পত্রিকা কিনতে গেলে প্রথমেই চান বাংলাদেশ প্রতিদিন।  এ জেলায় বাংলাদেশ প্রতিদিন সর্বাধিক চলে, যা অন্য পত্রিকার তুলনায় প্রায় দ্বিগুণ। এ জেলায় বাংলাদেশ প্রতিদিন প্রায় ১ হাজার ৭০০ কপি বিক্রি হয়। প্রথম আলো আসে প্রায় ৯০০ কপি। আজকের পত্রিকা আসে প্রায় ৫০০ কপি। এ ছাড়া কালের কণ্ঠ ১৫০, যুগান্তর ১৫০, সমকাল ১০০ ও ইত্তেফাক ১০০ কপি পত্রিকা বিক্রি হয়।  মো. সেতাব উদ্দিন বলেন, তার অধীনে প্রায় ১৫ জন হকার রয়েছে এবং বেলা ২টার মধ্যে সবার কাছেই বাংলাদেশ প্রতিদিন বিক্রি হয়ে যায়। বাংলাদেশ প্রতিদিন সবচেয়ে বেশি বিক্রি ও চাহিদার কারণ প্রসঙ্গে তিনি বলেন, মানুষ এখন বড় লেখা বা সংবাদ পড়ার সুযোগ পান না। বাংলাদেশ প্রতিদিন অল্প কথায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে থাকে। এ ছাড়া সাশ্রয়ী মূল্যে অর্থাৎ মাত্র ৫ টাকায় সব খবর জানতে পারার ফলেই বাংলাদেশ প্রতিদিন সব শ্রেণির পাঠকের জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে। তাই দিন দিন এর পাঠকসংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।

সর্বশেষ খবর