সোমবার, ১৬ মে, ২০২২ ০০:০০ টা

শিল্পকলায় সাধুমেলা

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় সাধুমেলা

শিল্পকলা একাডেমিতে গতকাল বাউল সাধকদের নিয়ে জমেছিল সাধুমেলা। এটি ছিল পূর্ণিমা তিথির সাধুসঙ্গের ৩৬তম সাধুমেলা। দুই পর্বে বিভক্ত এ আয়োজনের দ্বিতীয় পর্বে অংশ নেন বিভিন্ন জেলা ও দেশের প্রথিতযশা বাউলরা। গতকাল একাডেমির বটতলায় বসে বাউল গানের আসর।

অনুষ্ঠানের শুরুতেই নয়ন সাধু পরিবেশন করেন, ‘এসে মদিনায় তরিক জানাই’। পরিবেশনার ধারাবাহিকতায় সুবর্ণা আক্তার গেয়ে শোনান, ‘দ্যাখ দ্যাখ মনোয়ারায় হয়েছে’। পিউ বিশ্বাসের কণ্ঠে গীত হয়, ‘আল্লা বলো মনরে পাখি একবার’। সিপু রানী মন্ডল পরিবেশন করেন, ‘মন আমার কোষর মোড়া’। বাউল শামিম গেয়ে শোনান, ‘গুরু তোমার নাম লয়ে’। তৃপ্তী বাউলের কণ্ঠে গীত হয়, ‘জেনে শুনে কর পিরিত’। দেহতত্ত্ব ও প্রেমের গানের সংমিশ্রণে সুরের এ আসরে মন্ত্রমুগ্ধতা ছড়ান শিল্পীরা। আর দর্শক-শ্রোতারাও পিনপতন নীরবতায় সুরের ঝরনাধারায় স্নাত হন।

দ্বিতীয় পর্বের আসরে অংশ নেন সমির বাউল, অনিমা মুক্তি গমেজ, বাউল শফি মন্ডল, টুনটুন ফকির,  রাজ্জাক বাউল, সুনীল কর্মকার, বাউল আলাদ্দিন, মানিক দেওয়ান, ফারজানা ইসলাম ইভা, লাভলী শেখ, এম আর মানিক, সিদ্দিকুর রহমান, আয়নাল হক বাউল, বাউল ফারুক প্রমুখ। খোদা রয় আদমে মিশে, খ্যাপা বিদ্যুৎ সরকার ও রসের প্রেম ঘাটেতে হাত বেরিয়ে নাও বেয়ো না, দোটানাতে ভাবছি বসে, মুখে পড় সদায় লা ইলাহা, আর কত দিন না জানি কোথা যায় আমার মন চোরারে কোথা পায়, একদিকে রাখলে নজর, তুমি হেলায় যা করো- ইত্যাদি সুরের মূর্চ্ছনায় ভিন্ন এক আবহ তৈরি হয় এ আসরে। 

এ ছাড়া সমবেত কণ্ঠে ‘মিলন হবে কত দিনে’ ও ‘কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়’ গান দুটি পরিবেশন করেন সেন্টু বাউল, উমর আলী, আবির বাউল, মিরাজ খ্যাপা, টিটু বাউল, রুমা বাউল, এলিজা পুতুল, নাবিয়া মিতুল, নাজিয়া বৃষ্টি, আফসানা হক ইমু, জলি ম ল, নিলা বাউল, পলি বাউল, তানিয়া বাউল, সুমি বাউল, সলেমান শেখ, মিনা পাগলী, উমি বাউল, সিফা বাউল, সাইফুল ইসলাম সাহিন, আবুবক্কার সিদ্দিক, করিম বাউল, সাইদ আলী ও বাউল গোপাল।

এর আগে সংক্ষিপ্ত আলোচনায় স্বাগত বক্তৃতা করেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। ধন্যবাদ জ্ঞাপন করেন একাডেমির সচিব মো. আছাদুজ্জামান। সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর