সোমবার, ১৬ মে, ২০২২ ০০:০০ টা

বিশ্বকবির কাচারিবাড়িতে গ্রামীণ মেলা

নওগাঁ প্রতিনিধি

বিশ্বকবির কাচারিবাড়িতে গ্রামীণ মেলা

নওগাঁর পতিসরে বিশ্বকবির কাচারিবাড়িতে আয়োজিত সাত দিনব্যাপী গ্রামীণ  মেলা গতকাল শেষ হয়েছে। এ মেলাকে কেন্দ্র করে পতিসর, পার্শ¦বর্তী বগুড়া ও নাটোর জেলার গ্রামে চলে উৎসবের আমেজ। মেলা ঘিরে প্রতিটি বাড়িতে আত্মীয়স্বজনের উপস্থিতি উৎসবে নতুন মাত্রা যোগ হয়।

জানা গেছে, নওগাঁর পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তীকে ঘিরে রবীন্দ্র ভক্তদের ঢল নামে। ১৮৯১ সালের পর কবি বহুবার এসেছেন তাঁর নিজস্ব জমিদারি পতিসরে। পতিসরে বসে লিখেছেন কবিতা, ছোটগল্প ও গান। কাচারিবাড়িতে সংগ্রহের মধ্যে রয়েছে কবির  দেয়াল ঘড়ি, লোহার সিন্দুক, খাট, টি-টেবিল, আয়না, বাথটাব, কবির বিভিন্ন বয়সের ছবি ও কবির তাতে লেখা ৬ পৃষ্ঠার চিঠিসহ নানা সামগ্রী।

নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, করোনাভাইরাসের কারণে দুই বছর পতিসরে বিশ্বকবির জন্মবার্ষিকীর অনুষ্ঠান হয়নি। তাই এবারের আয়োজন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। প্রতিটি বাড়িতে আত্মীয়স্বজনের আগমনে উৎসবের আমেজ বিরাজ করে।

সর্বশেষ খবর