সোমবার, ১৬ মে, ২০২২ ০০:০০ টা

নিউইয়র্কে বাংলাদেশি কলেজছাত্রীর মৃত্যু নিয়ে রহস্য

আজ বিক্ষোভ সমাবেশ

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

নিউইয়র্কে বাংলাদেশি কলেজছাত্রীর মৃত্যু নিয়ে রহস্য

নিউইয়র্কের হান্টার কলেজের বাংলাদেশি ছাত্রী জিনাত হোসেনের (২৩) মৃত্যুর ঘটনা নিয়ে আজ (সোমবার) দুপুরে নিউইয়র্ক সিটি মেয়র অফিস সংলগ্ন সিটি হলের সামনে প্রবাসী বাংলাদেশিরা  বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছেন।

জিনাতের পরিবার বলছে, জিনাতকে বর্ণ বিদ্বেষের শিকার হতে হয়েছে। অন্যদিকে পুলিশ দাবি করছে, জিনাত আত্মহত্যা করেছেন। কিন্তু পরিবার এ দাবি নাকচ করেছে। গত শনিবার দুপুরে ব্রুকলিনে বায়তুল জান্নাহ মসজিদে অনুষ্ঠিত জিনাতের জানাজা অনুষ্ঠানে পরিবারের লোকজন বলেন, জিনাত আত্মহত্যা করেছে বলে পুলিশি রিপোর্টে বলা হয়েছে। এটা আমরা মনে করি না। ওই রিপোর্টে আরও উল্লেখ

করা হয়েছে যে, ‘ফল ফ্রম হাই’ অর্থাৎ ওপর থেকে পড়ে মৃত্যু। এটা আসলে ‘হেইট ক্রাইম’। এর প্রতিবাদে কমিউনিটিকে ঐক্যবদ্ধ হতে হবে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে নিউইয়র্ক সিটিতে চলতি পথে অথবা ট্রেনের জন্য রেল স্টেশনে অপেক্ষমাণ এশিয়ানদের ওপর হামলার ঘটনা চরমে উঠেছে। এ অবস্থায় নাগরিকদের নিরাপত্তায় যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবিতে আজকের বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ‘সাউথ এশিয়ান আমেরিকান ফান্ড ফর এডুকেশন অ্যান্ড ট্রেনিং’ (স্যাফেস্ট)।

এর প্রধান নির্বাহী মাজেদা উদ্দিন এ কর্মসূচিতে সব প্রবাসীকে সপরিবারে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন।

সর্বশেষ খবর