সোমবার, ১৬ মে, ২০২২ ০০:০০ টা

আসামির দায়ের কোপে কবজি বিচ্ছিন্ন কনস্টেবলের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে জনি খান নামে পুলিশের এক কনস্টেবলের হাত থেকে কবজি বিচ্ছিন্ন করে পালিয়েছে এক আসামি। পালিয়ে যাওয়া ওই আসামির নাম কবির আহম্মদ। গতকাল সকালে জেলার লোহাগাড়া থানাধীন পদুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ সময় মামলার বাদীকেও কুপিয়ে আহত করেন ওই আসামি। আহত পুলিশ সদস্য বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

চট্টগ্রামের এসপি এস এম রশিদুল হক বলেন, গতকাল সকালে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম এজাহারভুক্ত আসামি কবিরকে গ্রেফতার করতে যায়। বাড়িতে প্রবেশ করে কবিরকে ধরে ফেললে পুলিশ সদস্য জনির বাম হাতে দা দিয়ে কোপ মারেন। এতে তার হাত থেকে কবজি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সুযোগে কবির পালিয়ে যান। তিনি যাওয়ার সময় মামলার বাদী আবুল হোসেনকে কোপ মারেন। আহত পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কবিরকে গ্রেফতার করতে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান বলেন, ২৪ মার্চ পদুয়া ইউনিয়নের লালারখিল গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আবুল হোসনে নামে এক ব্যক্তি মামলা করেন। ওই এলাকার এজাহারভুক্ত আসামি কবির আহমদ। সকালে তার অবস্থানের খবর পেয়ে এএসআই মুজিবুর রহমানের নেতৃত্বে একটি দল কবিরকে গ্রেফতার করতে যায়। পুলিশের টিম তাকে ধরার পর ধারালো অস্ত্র দিয়ে জনিকে কোপাতে থাকেন। এতে হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তার কবজি। এ সময় বাদীকেও কুপিয়ে আহত করেন।

সর্বশেষ খবর