মঙ্গলবার, ১৭ মে, ২০২২ ০০:০০ টা

টাঙ্গাইলে বাংলাদেশ প্রতিদিন সর্বাধিক বিক্রীত পত্রিকা

মো. আবুল খায়ের, এজেন্ট

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে বাংলাদেশ প্রতিদিন সর্বাধিক বিক্রীত পত্রিকা

টাঙ্গাইলে পত্রিকা বিক্রির বিভিন্ন স্টলে বাংলাদেশ প্রতিদিন সর্বোচ্চ বিক্রির তালিকায় রয়েছে। শহরের পুরাতন বাসস্ট্যান্ডে জেলার প্রধান এজেন্ট আবেদীন বুক স্টলের স্বত্বাধিকারী মো. আবুল খায়ের জানান, তার এজেন্সিতে বাংলাদেশ প্রতিদিন ২ হাজার ৪১০ কপি বিক্রি হয়। এ ছাড়া অন্যান্য পত্রিকার মধ্যে প্রথম আলো ৭৫৮ কপি, যুগান্তর ২৩৩ কপি, কালের কণ্ঠ ৮৪ কপি, ইত্তেফাক ৬০ কপি ও সমকাল ৮০ কপি, আমাদের সময় ৮২ কপি, নয়াদিগন্ত ৬২ কপি বিক্রি হয়ে থাকে। অন্যান্য পত্রিকার কিছু কপি অবিক্রীত থাকলেও বাংলাদেশ প্রতিদিন অবিক্রীত থাকে না। তিনি জানান, জেলার প্রায় প্রতিটি এজেন্টের কাছেই বাংলাদেশ প্রতিদিন বিক্রির সর্বোচ্চ তালিকায় রয়েছে। সব পত্রিকা মিলেও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সমান বিক্রি হয় না। এতে করে টাঙ্গাইলে বাংলাদেশ প্রতিদিন পাঠকপ্রিয়তার শীর্ষে রয়েছে। এ ছাড়া আরও দুটি এজেন্টের মাধ্যমে বাংলাদেশ প্রতিদিন ৭০০ কপি বিক্রি হয়ে থাকে। এ বিক্রির হিসাব শুধু টাঙ্গাইল পৌর এলাকার। মো. আবুল খায়ের আরও জানান, বাংলাদেশ প্রতিদিন পত্রিকা বেশি চলার কারণগুলোর মধ্যে রয়েছে- পত্রিকার সংবাদগুলো সংক্ষিপ্ত এবং সাবলিল ভাষায় হওয়ায় মানুষ কম সময়ে পুরো তথ্য জানার কারণেই বেশি পড়ে। এ ছাড়া একই কাগজে অনেক সংবাদ, সম্পাদকীয়, উপসম্পাদকীয়, বিনোদন, খেলার খবর এবং রকমারী থাকার কারণে পাঠকপ্রিয়তা বেশি। বাংলাদেশ প্রতিদিন পত্রিকা বিক্রি করতে হকাররাও বেশি পছন্দ করেন। কারণ বাংলাদেশ প্রতিদিন বেলা ১০টার মধ্যে বিক্রি শেষ হয়ে যায়। হকার শামীম বলেন, বাংলাদেশ প্রতিদিনের পাঠকদের অন্য পত্রিকা দিতে চাইলেও তারা তা রাখতে চান না। তাই বাংলাদেশ প্রতিদিন পত্রিকার হকারদের কাছেও প্রিয় পত্রিকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর