বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২ ০০:০০ টা

সংসদে বাজেট অধিবেশন ৫ জুন

নিজস্ব প্রতিবেদক

আগামী ৫ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ এই অধিবেশন শুরু হবে বিকাল ৫টায়। আগামী ৯ জুন এ অধিবেশনে ২০২২-২৩ অর্থ বছরের বাজেট পেশ হবে। এটি হবে অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের চতুর্থ বাজেট এবং আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের ১৪তম বাজেট। গতবছর করোনার মধ্যে কঠোর স্বাস্থ্যবিধি মেনে ৩ জুন চলতি অর্থবছরের জন্য বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী। ২ জুন শুরু হয়েছিল বাজেট অধিবেশন।

সংসদ সচিবালয়ের আইন শাখা সূত্র জানায়, আগামী ৯ জুন বাজেট পেশের তারিখ নির্ধারিত হয়েছে। এজন্য  সংসদ সচিবালয় ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছে। জানা যায়, করোনা পরিস্থিতির কারণে গত দুটি বছর বাজেট অধিবেশনের মতো এবার কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রয়োগ হবে না। তবে করোনার নমুনা টেস্টের মাধ্যমে নেগেটিভ রিপোর্ট পাওয়া সংসদের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা অধিবেশন চলাকালে সংসদে নিজ নিজ দায়িত্ব পালন করতে পারবেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর