সোমবার, ২৩ মে, ২০২২ ০০:০০ টা

জমির জন্য শিকলে বেঁধে বৃদ্ধকে নির্যাতন

নেত্রকোনা প্রতিনিধি

জমির জন্য শিকলে বেঁধে বৃদ্ধকে নির্যাতন

জমির জন্য শিকলবন্দি করে রাখার অভিযোগে আটক বৃদ্ধের স্ত্রী হামিদা আক্তার ও বড় ছেলে সেলিম মিয়াকে গতকাল আদালতে সোপর্দ করেছে কেন্দুয়া থানা পুলিশ। এর আগে শনিবার রাতে মামলার পরিপ্রেক্ষিতে তাদের আটক করা হয়। এ ছাড়া ভিকটিম অশীতিপর বৃদ্ধ উপজেলার চিরাং ইউনিয়নের মনাটিয়া গ্রামের রেলের সাবেক কর্মচারী আবদুর রাজ্জাককে পুলিশ তার মেয়ে নুরুন্নাহারের হেফাজতে দিয়েছে। এদিকে নির্যাতন করার পরও বৃদ্ধ আবদুর রাজ্জাক নিজেই আদালতে গিয়ে স্ত্রী ও ছেলেকে ছাড়িয়ে এনেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

বেসরকারি সংস্থা কল্যাণী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুবলীগ নেত্রী কল্যাণী হাসান বলেন, ওই বৃদ্ধ নাকি বাইরে বাইরে ঘোরেন। ছেলেরা এই ভয়ে থাকেন যে, কাউকে জমি লিখে দেন কি না। এজন্য শিকল দিয়ে বৃদ্ধকে বেঁধে রাখেন। দেড় মাস ধরে বেঁধে রাখার কথা শুনেছি।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন বলেন, শিকলবন্দি করে রাখার ঘটনায় বৃদ্ধ বাদী হয়ে থানায় স্ত্রী ও ছেলেদের বিরুদ্ধে মামলা দিয়েছেন। দুজনকে বাড়ি থেকে আটক করেছি। ওদের আদালতে পাঠানো হয়েছে। বাকি দুই ছেলে পলাতক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর