মঙ্গলবার, ২৪ মে, ২০২২ ০০:০০ টা

টেকনাফে ২ কেজি আইস উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ কেজি ১১৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১১৮ বোতল বার্মিজ মদ উদ্ধার করেছে বিজিবি। গতকাল ভোরে সীমান্তবর্তী দমদমিয়া ও শাহপরীর দ্বীপে বিজিবির পৃথক অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি। বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার দুপুরে এ তথ্য জানান।

রবিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বিজিবি ২ ব্যাটালিয়নের অধীন দমদমিয়া বিওপির টহল টিম নাফ নদের কামালের জোড়া নামক এলাকায় কেওড়াবনে অভিযান চালিয়ে ১ কেজি ৫৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে। মাদক কারবারিরা মিয়ানমার থেকে নাফ নদ পার হয়ে টেকনাফে এ মাদক পাচার করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পলিথিন মোড়ানো এসব মাদক ফেলে পালিয়ে গেলে বিজিবি সদস্যরা এ আইস উদ্ধার করেন। অন্যদিকে বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের আরেকটি টহল টিম রবিবার ভোরে নাফ নদের শাহপরীর দ্বীপ বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৬৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১১৮ বোতল বার্মিজ মদ উদ্ধার করে। মাদক কারবারিরা মিয়ানমার থেকে নাফ নদ দিয়ে এসব আইস পাচার করছিল। বিজিবি অধিনায়ক জানান, মাদক উদ্ধার নিয়ে টেকনাফ থানায় পৃথক মামলা হয়েছে।

সর্বশেষ খবর