বুধবার, ২৫ মে, ২০২২ ০০:০০ টা

এখন শেয়ার ধরে রাখলেই মুনাফা বিনিয়োগকারীদের

আবু আহমেদ

এখন শেয়ার ধরে রাখলেই মুনাফা বিনিয়োগকারীদের

পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেছেন, পুঁজিবাজারে ঝুঁকি থাকবেই। শেয়ারের দর ওঠানামা করবে এটাই স্বাভাবিক। একদিন বড় দরপতন হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। দর বাড়লেই সবাই খুশি হবে আবার দর কমলে সবাই বিক্রির জন্য আতঙ্কিত হয়ে উঠবে, এটা ভালো বিনিয়োগকারীর আচরণ নয়। পুঁজিবাজারের বর্তমান যে পরিস্থিতি তাতে এখনো সুযোগ আছে বিনিয়োগ করার। যারা নিজের বিনিয়োগ ধরে রাখবেন তারা খুব দ্রুত ভালো মুনাফা করতে পারবেন। বাংলাদেশ প্রতিদিনের কাছে আবু আহমেদ বলেন, দরপতন বা অস্থিরতার জন্য চিন্তিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। যারা প্রতিদিন শেয়ারের দর বাড়াতে চান তাদের নিয়ে সমস্যা। তারাই বিক্রির চাপ বাড়াচ্ছেন। শেয়ারের দর কমছে সে কারণে। বিশ্বব্যাপী যুদ্ধের প্রভাব, ডলারের দামসহ নানা সমস্যা আমরা দেখছি। এর কারণে কিছুটা ভীতি কাজ করছে, আস্থার সংকট তৈরি হয়েছে। বিভিন্ন ইস্যুতে সৃষ্টি হওয়া আতঙ্কের কারণে পুঁজিবাজারে দরপতন হচ্ছে। বাজারে ভালো-মন্দ সব ধরনের শেয়ারের দরপতন হয়েছে। অনেক ভালো কোম্পানির শেয়ার যৌক্তিক মূল্যের নিচে নেমে গেছে। তিনি বলেন, কর্তৃপক্ষের উচিত বাজারে যেসব অনিয়ম করছেন বা যারা সিরিয়াল ট্রেড করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। বিভিন্ন গুজব ছড়াচ্ছে একটি পক্ষ। তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নিতে হবে। তবে বাজেট আসছে। আসন্ন বাজেটে পুঁজিবাজারে বিশেষ কিছু সুবিধার কথা ঘোষণা দেওয়া উচিত। ডিভিডেন্ডের ওপর কর ছাড়, বৃহৎ মূলধনি কোম্পানি ও বহুজাতিক কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে বিশেষ সুবিধার কথাও ঘোষণা করা উচিত। এতে বাজারে আস্থা ফিরে আসবে। আমি মনে করি, বিনিয়োগকারীদের উচিত প্রতিষ্ঠান বাছাই করে শেয়ার কেনা। তাহলে ভালো মুনাফা পাওয়া যাবে।

 

 

সর্বশেষ খবর