বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

প্রেমের টানে ফেনীতে ভারতীয় তরুণী

ফেনী প্রতিনিধি

প্রেমের টানে ভারতীয় সীমান্ত পাড়ি দিয়ে অঙ্কিতা মজুমদার নামে এক ভারতীয় তরুণী বাংলাদেশে পালিয়ে এসে বিয়ে করেছেন। ১৩ মে ঢাকার মিরপুর-১ এলাকায় কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার হৃদয় মজুমদারের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ওই তরুণী। হৃদয় মজুমদার লাঙ্গলকোট উপজেলার বরুড়া গ্রামের বাবুল মজুমদারের ছেলে। আর অঙ্কিতা মজুমদার ভারতের আসামের ডিব্রুগর এলাকার অভিজিৎ মজুমদারের মেয়ে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ২০১৬ সালে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর এলাকায় নানার বাড়িতে বেড়াতে আসেন অঙ্কিতা মজুমদার (২২)। তখন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র হৃদয় মজুমদারের সঙ্গে অঙ্কিতার পরিচয় হয়। পরিচয়ের সুবাদে কথা চালাচালি হতে থাকে ফেসবুকে। একপর্যায়ে সম্পর্ক জড়ায় প্রেমে। সম্প্রতি এক মাস মেয়াদের ভিসায় বাংলাদেশে আসেন অঙ্কিতা। অবস্থান নেন ফেনীর পাঁচগাছিয়ায় নানার বাড়িতে। নানবাড়ি থেকে অঙ্কিতা পালিয়ে গেলে তার মামা পিকলু রাহা ফেনী মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন।

ডায়েরির তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম ভূঞা জানান, ডায়েরির পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অঙ্কিতাকে ঢাকার উত্তরা এলাকার একটি বাসা থেকে সোমবার উদ্ধার করা হয়। মঙ্গলবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামানের আদালতে হাজির করা হলে প্রাপ্তবয়স্ক হওয়ায় নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হয় তাকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর