শুক্রবার, ২৭ মে, ২০২২ ০০:০০ টা

বন্যায় বিপর্যস্ত সড়ক

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

বন্যায় বিপর্যস্ত সড়ক

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কে ঝুঁকি নিয়ে চলছে গাড়ি। ছবিটি গতকাল সারি-গোয়াইনঘাট সড়ক থেকে তোলা -বাংলাদেশ প্রতিদিন

বন্যার পানি নেমে গেছে, কিন্তু রেখে গেছে ক্ষত। বিশেষ করে ক্ষতবিক্ষত হয়ে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। বানের পানির তোড়ে ভেসে গেছে সড়কের পিচ। বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়কের। সিলেট সিটি করপোরেশন, সড়ক ও জনপথ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আওতাধীন প্রায় ৪৪০ কিলোমিটার সড়ক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো মেরামতে প্রায় ৪০০ কোটি টাকার প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রাপ্ত তথ্যানুযায়ী, বন্যার পানি নামায় সিলেট জেলা শহরের সঙ্গে সব উপজেলার সড়ক যোগাযোগব্যবস্থা পুনঃস্থাপিত হয়েছে, কিন্তু বিভিন্ন সড়কের স্থানে স্থানে দেখা দিয়েছে খানাখন্দ। কোনো কোনো স্থানে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। সিলেট নগরীর বন্যাকবলিত এলাকার সড়কগুলোর অবস্থা আরও নাজুক। পানিতে ভেসে গেছে সড়কের পিচ। সড়কের ওপর পড়েছে পলির আস্তরণ। তৈরি হয়েছে অসংখ্য গর্ত। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সড়ক থেকে পলি অপসারণে ব্যস্ত সময় পার করছেন। সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, বন্যায় নগরীর প্রায় অর্ধেক রাস্তাঘাট পানিতে নিমজ্জিত ছিল। প্রায় আড়াই শ কিলোমিটার রাস্তা পানিতে তলিয়ে গেলেও মারাত্মক ক্ষতির শিকার হয়েছে প্রায় ৭০ কিলোমিটার। এই সড়ক মেরামতে প্রয়োজন ৭০ কোটি টাকা।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর