শুক্রবার, ২৭ মে, ২০২২ ০০:০০ টা

বাংলা টাউন ছেড়ে গেল গাফ্‌ফার চৌধুরীর লাশ

যুক্তরাজ্য প্রতিনিধি

বাংলা টাউন ছেড়ে গেল গাফ্‌ফার চৌধুরীর লাশ

লন্ডনের বাংলা টাউন থেকে শেষ বিদায় নিলেন আবদুল গাফ্‌ফার চৌধুরী। জাতীয় পতাকায় মোড়ানো ছিল তাঁর   লাশ। এর আগে হিমঘর থেকে লাশের কফিন পরম মমতায় বের করে নিয়ে আসেন ব্রিকলেন ফিউনারেল সার্ভিসের ব্যবস্থাপক পারভেজ  কোরেশী ও শওকত আহমেদ। সঙ্গে ছিলেন সাংবাদিক আহাদ চৌধুরী বাবু এবং আবদুল গাফ্‌ফার চৌধুরীর সবচেয়ে বিশ্বস্ত জামাল খান। এই জামাল খানই ছিলেন অসুস্থ হওয়ার পর গত এক দশকে আবদুল গাফ্‌ফার চৌধুরীকে পূর্ব লন্ডনের বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে আসার মাধ্যম। সেই জামাল খানের হাত দিয়েই গতকাল বাংলা টাউন থেকে শেষ বিদায় নিলেন তিনি। লন্ডনের মাটিতে দুই পাশে ছড়িয়ে থাকা বাংলা বর্ণমালার ভিতর দিয়ে চলে যায় কিংবদন্তি লেখক ও সাংবাদিকের কফিন। এ কফিন আজ (২৭ মে) বাংলাদেশ বিমানের ফ্লাইটে উঠবে এবং বাংলাদেশে পৌঁছাবে আগামীকাল (২৮ মে)। সেখানে স্ত্রীর কবরের পাশে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।

সর্বশেষ খবর