শুক্রবার, ২৭ মে, ২০২২ ০০:০০ টা

সড়কে গেল ১৩ প্রাণ

সিরাজগঞ্জে ট্রাক-লেগুনা সংঘর্ষে পাঁচ শ্রমিক, বান্দরবানে তিন পর্যটকের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

নিয়ন্ত্রণহীন সড়কপথে মৃত্যুর মিছিল কেবলই বেড়ে চলেছে। গতকালও বিভিন্ন সড়কে প্রাণ গেছে অনেকের। এর মধ্যে এক সিরাজগঞ্জেই ট্রাক ও লেগুনার সংঘর্ষে নিহত হয়েছেন পাঁচ ধান কাটা শ্রমিক। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ-নাটোর মহাসড়কে সলঙ্গার রামারচর গোজা ব্রিজের পূর্বপাড়ে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার রাত ২টার দিকে পাথরবোঝাই ট্রাক ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহতরা সবাই ধান কাটা শ্রমিক। তারা হলেন- নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার ছোটপাকা গ্রামের মকুল হোসেন (৩৫), মনির হোসেন (৩৪), একই থানার বাসাবাড়িয়া গ্রামের মকবুল হোসেন (৩৫), আবদুল হালিম (৩৪) ও গুরুদাসপুর উপজেলার জুমাইগর গ্রামের হায়দার আলী (৪০)।

বান্দরবান : বান্দরবান-থানচি সড়কের জীবননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক পর্যটকবাহী গাড়ি গভীর খাদে পড়ে গেলে তিন পর্যটকের মৃত্যু হয়। আহত হয় আরও ছয়জন। গতকাল সকাল সাড়ে ১০টার সময় এ ঘটনা ঘটে। থানচি থানার এএসআই সত্যব্রত চাকমা জানান, ঢাকা থেকে আসা নয়জনের একটি দল বান্দরবানে আসে। বান্দরবান থেকে মাইক্রোবাসে করে তারা থানচির জীবননগর স্থানে পাহাড়ের ঢালুতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশের ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়। তারা সবাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিরাপত্তা শাখার কর্মচারী।

চট্টগ্রাম : আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘি এলাকায় সড়ক পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় দীপংকর কুমার নাথ (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ির চালককে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ। দীপংকর পটিয়ার জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামের মৃত সুমন কান্তি নাথের ছেলে। এ ছাড়া চট্টগ্রামের কর্ণফুলীতে চলন্ত ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আবদুল হামিদ (২৮) নামে একজন নিহত হয়েছেন। কর্ণফুলীর চরলক্ষ্যার এপিজে গার্মেন্টের সামনে এ ঘটনা ঘটে। আবদুল হামিদ ওই এলাকার আবদুর রাজ্জাকের ছেলে।

রাঙামাটি : নানিয়ারচর উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কৃঞ্চা জিনা চাকমা পপি নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। উপজেলার ঘিলাছড়ি এলাকায় বুধবার রাতে এ ঘটনা ঘটে। পপির বাড়ি দীঘিনালার বাবুছড়া এলাকায়। তিনি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের খাগড়াছড়ি জেলা শাখায় কর্মরত ছিলেন।

সিলেট : বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ইমরান খান রুবেল নামে এক ছাত্রনেতা প্রাণ হারিয়েছেন। গতকাল সকাল সোয়া ১০টায় সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশায় এ ঘটনা ঘটে। রুবেল সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও রাজনপুর গ্রামের মৃত আতাউর রহমান খানের ছেলে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

খুলনা : গতকাল দুপুরে খুলনার জিরোপয়েন্টে হেঁটে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া বালুবাহী ট্রাকের ধাক্কায় মিজানুর রহমান (৬৫) নামে অবসরপ্রাপ্ত একজন ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি নগরীর দারোগাপাড়ার মসজিদ লেন এলাকার মৃত মাহবুব হোসেনের ছেলে।

পাবনা : সাঁথিয়া উপজেলার নগরবাড়ী-বগুড়া মহাসড়কের চাড়া বটতলা এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় এখলাস উদ্দিন (১৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। তিনি বেড়া উপজেলার খাস আমিনপুর গ্রামের সালাম মোল্লার ছেলে। গতকাল দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর