শুক্রবার, ২৭ মে, ২০২২ ০০:০০ টা

বগুড়ায় হত্যা মামলার আসামিকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শেরপুর উপজেলায় হত্যা মামলার আসামি এনামুল হককে (৩০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকাল ১০টায় উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া মহাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের পেছন থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নিহত এনামুল হক হাপুনিয়া কলোনী গ্রামের আবদুল মোতালেবের ছেলে। ২০১৩ সালে হাপুনিয়া গ্রামের সালমা খাতুন নামের এক নারীকে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় এনামুলকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়। প্রায় তিন বছর হাজতবাসের পর জামিনে মুক্ত হন তিনি। এর পর থেকেই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন এনামুল। ভবঘুরে হিসেবে এলাকায় ঘোরাফেরা করতেন। গত বধুবার সন্ধ্যার দিকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। গতকাল সকালে স্কুলমাঠ সংলগ্ন শহীদ মিনারের পেছনে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় এলাকাবাসী।

পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সর্বশেষ খবর