শুক্রবার, ২৭ মে, ২০২২ ০০:০০ টা

সালথায় সংঘর্ষে যুবকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আসাদ শেখ (৩৮) চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। বর্তমানে এলাকায় পুলিশের অভিযান চলছে। দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সালথা উপজেলার যদুনন্দি ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের সমর্থকদের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়ার সমর্থকদের বেশ কয়েকবার সংঘর্ষ হয়। পাল্টাপাল্টি হামলার ঘটনায় পুলিশ চেয়ারম্যান রফিকুল ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়াকে আটক করে জেলহাজতে পাঠায়। গত ২৮ এপ্রিল আটক দুজনই জামিন পেয়ে এলাকায় ফিরে আসেন। তাদের ফিরে আসার পর ফের দুই গ্রুপের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। গত ৫ মে ফের দুই গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এ সময় ৫০টি বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। লুটপাট করা হয় বাড়ির মালামাল। এ ঘটনায় আহত হয় কমপক্ষে ৪০ জন। এ সংঘর্ষের সময় আলমগীর মিয়ার সমর্থক সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি মারা যান। গুরুতর আহত হন বেশ কয়েকজন। তাদের মধ্যে চেয়ারম্যানের সমর্থক আসাদ শেখ গুরুতর আহত হন। ২১ দিন পর বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় আসাদ শেখ নামে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে যাতে কেউ অরাজকতা সৃষ্টি করতে না পারে সে জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

সর্বশেষ খবর