শনিবার, ২৮ মে, ২০২২ ০০:০০ টা

বন্যায় সুনামগঞ্জে সড়ক পথের সুনাম তছনছ

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে বন্যার পানি নামলেও সড়ক ও মহাসড়গুলো তছনছ করে দিয়ে গেছে। কোথাও ভেঙে গেছে সেতু, কালভার্ট, আবার কোথাও ধসে গেছে সড়কের অংশবিশেষ। পানির নিচে তলিয়ে থাকায় সড়কের ওপর সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্দ। বন্যার সময় পানির নিচে তলিয়ে গিয়েছিল ছাতক-সিলেটে সড়কের হাসনাবাজ অংশ। একইভাবে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের দুর্গাপুর, শক্তিয়ারখলা ও আনোয়ারপুর অংশ ছিল পানির নিচে। এ ছাড়া দোয়ারাবাজার-বড়খাপন সড়কের জলসিসংলগ্ন এলাকা তলিয়ে যায়। পানি নামার পর এসব সড়কে ছোট-বড় খানাখন্দ এখন জলজ্যান্ত হয়ে উঠেছে। এর মধ্যে দোয়ারাবাজার-বড়কাপন সড়ক এতটাই বিধ্বস্ত যে যানবাহন চলাচল করতে পারছে না। এদিকে সুনামগঞ্জ-ছাতক সড়কের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নে পানাইল গ্রামসংলগ্ন এলাকায় একটি সেতু বন্যার পানির চাপে ভেঙে যায়। ফলে জেলা সদরের সঙ্গে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার একাংশের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম বলেন, ‘সেতুটি ভেঙে যাওয়ায় এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় চরম সমস্যায় পড়েছি আমরা। এখানে একটি বেইলি ব্রিজ নির্মাণ করলে মানুষের ভোগান্তি দূর হতে পারে।’ সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) সূত্র জানান, বন্যায় এলজিইডির ২৭২ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির তোড়ে ভেঙে গেছে তিনটি সেতু। সব মিলিয়ে প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম জানান, ক্ষয়ক্ষতির প্রতিবেদন তৈরির কাজ চলছে। দ্রুত বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে, যাতে সংস্কারের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়। জেলা সওজের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক বলেন, বন্যায় যে ৯০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে ক্ষতির পরিমাণ প্রায় ৭০ কোটি টাকার মতো। এ-সংক্রান্ত প্রতিবেদন তৈরির কাজ চলছে।

 

 

সর্বশেষ খবর