শনিবার, ২৮ মে, ২০২২ ০০:০০ টা

সবজির বাজার চড়া, ডিমের ডজন ১৩০

নিজস্ব প্রতিবেদক

মূল্যস্ফীতির প্রভাব সব মানুষের পকেট ফাঁকা করে দিচ্ছে। যার প্রভাব দেখা গেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দরে। রাজধানীতে কয়েক সপ্তাহ ধরে পণ্যের দামের ঘোড়া প্রতিদিন দ্রুত বেগে ছুটছে। সপ্তাহের ব্যবধানে বাজারে বেড়েছে সবজির দাম, বেড়েছে প্যাকেট আটার দাম, ডিম প্রতি ডজন ১৩০ টাকা। গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, দেশি মুরগির ডিমের ডজন ১৯০ টাকা। লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৩০ টাকা। বাজারে হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৬০ টাকা। হাঁসের ডিমের দর কিছুদিন ধরে ১৫০ থেকে ১৬০ টাকায় থাকলে দেশি মুরগির ডিমের দর সপ্তাহের ব্যবধানে ডজনপ্রতি ২০ টাকার বেশি বেড়েছে। ব্রয়লার মুরগির ডিমের দরও বেড়েছে ডজনপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। সবজির বাজার ঘুরে দেখা গেছে, এখন সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে গাজর। ব্যবসায়ীরা প্রতি কেজি গাজর বিক্রি করছেন ১৪০-১৫০ টাকা। এক সপ্তাহ আগে গাজরের কেজি ছিল ৮০-১২০ টাকা। গাজরের এমন দাম সম্পর্কে ব্যবসায়ীরা বলছেন, এখন গাজরের মৌসুম না। এখন যে গাজর পাওয়া যাচ্ছে তা কিছু আগে মজুদ করে রাখা এবং কিছু আমদানি করা। এ কারণেই দাম বেশি। বরবটির দাম কমে এখন ৬০-৮০ টাকা বিক্রি হচ্ছে। আর কাঁকরোলের কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা। বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে করলা। কাঁচা পেঁপের কেজি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা। কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকা। টমেটোর কেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা। বাজারে পটোলের কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, ঢেঁড়সের কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, ঝিঙে ও চিচিঙ্গার কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা। দেশি রসুনের কেজি বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকা। আমদানি করা রসুনের কেজি বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকা। খোলা সয়াবিন তেলের কেজিও গত সপ্তাহের মতো প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০-২৫০ টাকা। পাম অয়েলের কেজি বিক্রি হচ্ছে ১৯৫-২০০ টাকা। আর বোতলের পাঁচ লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৯৮০-৯৮৫ টাকা। গরুর মাংসের কেজি ৭০০ টাকা বিক্রি হতে দেখা গেছে।  রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০-৪৫০ টাকা। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৩০০-১৬০০ টাকা এবং ৫০০-৬০০ গ্রামের ইলিশের কেজি ৫০০-৬০০ টাকা বিক্রি হচ্ছে। তেলাপিয়া, পাঙ্গাশ মাছের কেজি বিক্রি হচ্ছে ১৬০-১৮০ টাকা।

শিং মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০-৪৬০ টাকা। শৌল মাছের কেজি বিক্রি হচ্ছে ৪০০-৬০০ টাকা। কৈ মাছের কেজি বিক্রি হচ্ছে ২০০-২৩০ টাকা। পাবদা মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০-৪৫০ টাকা।

সর্বশেষ খবর