রবিবার, ২৯ মে, ২০২২ ০০:০০ টা
বন্ধ থাকবে মূল ফটক

নিরাপত্তা জোরদার সুপ্রিম কোর্টের প্রবেশপথের

নিজস্ব প্রতিবেদক

অনাকাক্সিক্ষত ঘটনা ঠেকাতে আজ থেকে সুপ্রিম কোর্টের প্রধান ফটক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধ থাকবে ন্যায় সরণি গেটও। একই সঙ্গে প্রবেশপথগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলেও সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের দেওয়া তথ্য অনুযায়ী, বিচার প্রার্থী ও আইনজীবীদের যাতায়াতের জন্য মাজার গেট সার্বক্ষণিক খোলা থাকবে। এ ছাড়া জাজেস স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন মসজিদ গেট খোলা থাকবে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত। আর বার কাউন্সিল সংলগ্ন গেট দিয়ে কেবল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গাড়ি বের হবে। এ পথে কোনো গাড়ি প্রবেশ করবে না। এ বিষয়ে সুপ্রিম কোর্টের মুখপাত্র ও আপিল বিভাগের রেজিস্ট্রার  মোহাম্মদ সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার, পুলিশের কর্মকর্তারা ও আমি মিলে সুপ্রিম কোর্টের সব গেট পরিদর্শন করেছি। রবিবার (আজ) থেকে প্রবেশপথগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। গত বৃহস্পতিবার ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ সুপ্রিম কোর্ট চত্বরে ছড়িয়ে পড়ার ঘটনার পর পরই রবিবার থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিচার প্রার্থী ও আইনজীবীরা যাতে সুপ্রিম কোর্টে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আদালত অঙ্গনে যাতে কোনো বহিরাগত ঢুকতে না পারে সে ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর