রবিবার, ২৯ মে, ২০২২ ০০:০০ টা
কৃষি

সুইডেনের পথে গোপালভোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সুইডেনের পথে গোপালভোগ

রাজশাহী থেকে সুইডেনে রপ্তানির জন্য ঢাকায় আম পাঠানো হয়েছে। শুক্রবার রাজশাহী মহানগরীর জিন্নাহনগর এলাকার বাগান থেকে ৫০০ কেজি গোপালভোগ আম সংগ্রহ করে রপ্তানির জন্য ঢাকায় পাঠানো হয়। আজ সেই আম বিমানে সুইডেনের উদ্দেশে পাঠানো হবে। রপ্তানিকারক প্রতিষ্ঠান এনজেল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ এন হোসেন সজলের মাধ্যমে বাংলাদেশ আম উৎপাদনকারী সমিতির সভাপতি আনোয়ারুল হক এই আম সুইডেনে পাঠাবেন। আনোয়ারুল হক বলেন, ‘আমি প্রতি বছর প্রায় ২০ টন আম রপ্তানিকারকদের মাধ্যমে আটটি দেশে পাঠাই। এবার আরও ১০ টন বেশি পাঠাব বলে পরিকল্পনা করেছি।

এবার ১ লাখ আম ব্যাগিং করেছি, এর পরিমাণ প্রায় ৩০ টন। রপ্তানিকারক সৈয়দ এন হোসেন সজল জানান, সুইডেনের একজন  ক্রেতার সঙ্গে তার ৫০০ কেজি আম পাঠানোর চুক্তি হয়েছে। তিনি বলেন, ‘আমি প্রতি বছর ফিনল্যান্ড, জার্মানি ও সুইডেনে আম রপ্তানি করি। প্রতি বছরের মতো এ বছরও ১০০ মেট্রিক টন আম রপ্তানি করব।’ কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, রাজশাহীতে এ বছর প্রায় ১৮ হাজার হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ টন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর