শুক্রবার, ৩ জুন, ২০২২ ০০:০০ টা

দায়িত্বশীল হতে হবে ব্যবসায়ী নেতাদের : এফবিসিসিআই

বিশেষ প্রতিনিধি

বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ী নেতাদের নিজ নিজ খাতে আরও বেশি দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে বলেছেন, কারসাজি করা সামান্য কিছু অসাধু ব্যবসায়ীর দায় এফবিসিসিআই নেবে না। গতকাল এফবিসিসিআই আয়োজিত নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর আমদানি, মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ সব কথা বলেন সংগঠনটির সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি বলেন, বিলাসপণ্যের মূল্য বৃদ্ধি হলেও ধনীরা কিনতে পারে, কিন্তু সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে যা খুশি তা করা যাবে না। কারসাজি করে কেউ যাতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ী নেতাদের আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ করেন তিনি।

 

সর্বশেষ খবর