শুক্রবার, ৩ জুন, ২০২২ ০০:০০ টা

অনন্ত যৌবন পেতে কবিরাজের নির্দেশে খুন

নিজস্ব প্রতিবেদক, যশোর

কবিরাজ বলেছিলেন, যৌবন ফিরে পেতে যে কোনো একজন পুরুষের পুরুষাঙ্গ, অণ্ডকোষ ও চোখ প্রয়োজন। সেই থেকেই সুযোগ খুঁজছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার হানিফ মালিথার ছেলে লিটন মালিথা (৪০)। গত ২৯ মে রাতে সেই সুযোগ পেয়েও যান। নিজের সহকর্মী ধানকাটা শ্রমিক নকিম উদ্দিনের কাছ থেকে সংগ্রহ করেন ওই জিনিসগুলো।

গত ২৬ মে যশোরের বাঘারপাড়া উপজেলার পাইকপাড়া গ্রামের বেনজীর আহমেদের বাড়িতে ধানকাটা শ্রমিক হিসেবে কাজে যান লিটন মালিথা, নকিম উদ্দিনসহ তিনজন। ২৯ মে একজন শ্রমিক বিদায় নেন। লিটন ও নকিম থেকে যান। ৩০ মে সকালে বাড়ির মালিক সকালের নাস্তার জন্য লিটন ও নকিমকে তাদের ঘরে ডাকতে গিয়ে নকিমকে মৃত অবস্থায় পান। কিন্তু লিটন মালিথা সেখানে ছিলেন না। নকিমের পুরুষাঙ্গ ও অণ্ডকোষ কেটে এবং চোখ উপড়িয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ব্যাপারে বাঘারপাড়া থানায় হত্যা মামলা হয়। রহস্যজনক এ হত্যা নিয়ে তদন্তে নামে যশোরের ডিবি পুলিশ। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, কয়েক দিনের তদন্ত শেষে পুলিশ চুয়াডাঙ্গা ও মানিকগঞ্জ জেলায় অভিযান চালিয়ে লিটন মালিথা ও আবদুল বারেক নামে দুজনকে আটক করতে সমর্থ হয়। এর পরই হত্যা রহস্যের জট খুলে।

সর্বশেষ খবর