শুক্রবার, ৩ জুন, ২০২২ ০০:০০ টা

নরসিংদীতে পাল্টাপাল্টি মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী রেলস্টেশনে তরুণীকে হেনস্তার বিচার দাবি ও এ ঘটনার পুনরাবৃত্তির প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক আবু নঈম মারুফ খান ও পুলিশ সুপার মো. আশ্রাফুল আজিমের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। এ সময় তরুণীকে হেনস্তার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। গতকাল নরসিংদী রেলস্টেশনে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম, ‘আমরা পারি’ পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, নারী নিরাপত্তা জোট, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নেটওয়ার্ক (এমডিএস), মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা, একশন এইড বাংলাদেশসহ কয়েকটি সামাজিক সংগঠন এ মানববন্ধন করে। এ ছাড়া মানববন্ধনে আরও কয়েকটি সামাজিক সংগঠন সংহতি প্রকাশ করে। ঢাকা থেকে আগত বিভিন্ন নারীবাদী সংগঠনের কেন্দ্রীয় নেত্রীরা এ মানববন্ধন ও স্মারকলিপি দেন। মানববন্ধনে বক্তারা বলেন, একজন নারী স্বাধীনভাবে চলাফেরা করবে এটা যেমন তার অধিকার, তেমনি সে কেমন পোশাক পরবে সেটাও  তার ব্যক্তিগত অধিকার। এতে কেউ হস্তক্ষেপ করতে পারে না। স্টেশনে ওই তরুণীকে নির্যাতন করে পুরো নারী জাতিকে অপমান করা হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন ‘আমরা পারি’ পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের নির্বাহী পরিচালক জিনাত আরা হক, রিইবের পরিচালক রুহি নাজ, জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের চেয়ারম্যান মমতাজ আরা বেগম এসডিএসের নির্বাহী পরিচালক রাবেয়া বেগম, নেটজ বাংলাদেশ প্রোগ্রামের ম্যানেজার আফসানা বিনতে আমিন প্রমুখ। অন্যদিকে তরুণীকে লাঞ্ছিতের মূল হোতা মার্জিয়া আক্তার ওরফে শিলা আক্তারের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। নরসিংদী প্রেস ক্লাবের সামনে আমরা নরসিংদীর সর্বস্তরের জনগণের ব্যানারে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে অবিলম্বে মার্জিয়ার মুক্তির দাবি জানানো হয়। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে মার্জিয়াকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।

সর্বশেষ খবর