শনিবার, ৪ জুন, ২০২২ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল সকালে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।

কমান্ডার মঈন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরে অভিযান চালিয়ে নজরুল ইসলামকে গ্রেফতার করে র‌্যাব সদর দফতরের গোয়েন্দা ইউনিট। তিনি মানবতাবিরোধী অপরাধ মামলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে মুক্তিযুক্ত চলাকালীন হত্যা, গণহত্যাসহ অনেক অভিয়োগ ছিল। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। 

প্রসঙ্গত, গত ৩১ মে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে নওগাঁর নজরুলসহ তিনজনকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ড পাওয়া অন্য দুই আসামি হলেন- নওগাঁ জামায়াতের সাবেক নেতা রেজাউল করিম মন্টু ও মো. শহিদ মণ্ডল। এদের মধ্যে নজরুল পলাতক ছিলেন। মিন্টু ও শহিদ কারাগারে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে আটক, হত্যা, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়।

সর্বশেষ খবর