শনিবার, ৪ জুন, ২০২২ ০০:০০ টা

মা-বাবার ঝগড়ায় অসহ্য হয়ে আত্মগোপনে চলে যায় চার বোন!

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় মা-বাবার ঝগড়ায় অসহ্য হয়ে চার বোন আত্মগোপনে যায়! পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের উদ্ধার করে। গতকাল সংবাদ সম্মেলনে পিবিআই কুমিল্লা অফিসের পরিদর্শক তৌহিদুল ইসলাম জানান, কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া এলাকার হালিমা বেগমের (৫০) বাড়ি থেকে নিখোঁজ চার বোনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ চার বোনের সঙ্গে কথা বললে তারা জানায়, তাদের বাবা রাগী স্বভাবের মানুষ। তিনি তাদের মায়ের সঙ্গে প্রায়ই ঝগড়ায় লিপ্ত হতেন। সম্প্রতি তাদের মা-বাবার ঝগড়ার মাত্রা আরও বেড়ে যায়। এমনকি সন্তানদের ঘর থেকে বের হয়ে যাওয়ার কথা বলে। পরে বিকালে তাদের নানি এসে তার বাড়িতে নিয়ে যান। তারা পরদিন মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নাঙ্গলকোটের ফতেহপুর এলাকায় চলে যায়। সেখান থেকে তারা বাসে উঠে কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া এলাকায় চলে আসে। সেখানে এক অটোরিকশা চালকের মাধ্যমে স্থানীয় হালিমা বেগমের বসতবাড়িতে একটি কক্ষ ভাড়া নেয়। বৃহস্পতিবার তাদের উদ্ধার করে পিবিআই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিবিআইর পরিদর্শক মনজুর আলম, হিলাল উদ্দীন, মোবারক হোসেন ও  বিপুলচন্দ্র দেবনাথ।

প্রসঙ্গত, ২৬ মে মাদরাসার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হয় চার বোন। চার বোন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের কালেম গ্রামের মুজিবুল হকের মেয়ে। তারা স্থানীয় দুটি মাদরাসার শিক্ষার্থী। এ ঘটনায় ২৭ মে রাতে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করেন তাদের বাবা মুজিবুল হক। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সর্বশেষ খবর