শনিবার, ৪ জুন, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

বদলে গেল তুরস্কের নাম

প্রতিদিন ডেস্ক

তুরস্কের নাম পরিবর্তন করে রাখা হলো তুর্কিয়ে। এখন থেকে দেশটিকে তুর্কিয়ে বলে চিনবে সবাই। এর আগে নাম পরিবর্তনের জন্য জাতিসংঘের কাছে অনুরোধ জানিয়েছিল আঙ্কারা। তাতে সম্মতি দিয়েছে জাতিসংঘ। সূত্র : বিবিসি।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গত বছর দেশটির নতুন নামকরণ নিয়ে প্রচারণা শুরু করেন। এখন আরও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার কাছে তুরস্কের নাম বদলানোর অনুরোধ জানানো হবে বলে জানা গেছে। গত বছর ডিসেম্বরে দেশটির প্রেসিডেন্ট এরদোগান বলেন, তুর্কিয়ে হলো তুর্কি জনগণের সংস্কৃতি, সভ্যতা ও মূল্যবোধের সেরা উপস্থাপনা ও অভিব্যক্তি প্রকাশের প্রতীক। জাতিসংঘ জানায়, দেশটির কর্তৃপক্ষের অনুরোধের পর এ সপ্তাহে নাম পরিবর্তনে সম্মতি দেওয়া হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর