রবিবার, ৫ জুন, ২০২২ ০০:০০ টা

হজ ফ্লাইট শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারির দুই বছর পর হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট উড়াল দেবে আজ। সকাল ৯টায় ৪১৫ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে। এ বিষয়ে প্রস্তুত রাজধানীর আশকোনার হজ ক্যাম্প। শুক্রবার থেকে হজ ক্যাম্পে আসতে শুরু করেছেন হজযাত্রীরা। হজযাত্রীদের পদচারণে মুখরিত হয়ে উঠেছে হজ ক্যাম্প।

আশকোনার হজ ক্যাম্পে গিয়ে দেখা গেছে, ভিতরে আইনশৃঙ্খলা রক্ষায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প বসিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা জোন। এ ছাড়া সার্বিক শৃঙ্খলার কাজে নিয়োজিত রয়েছেন রোভার স্কাউট ও আঞ্জুমানের সদস্যরা। অস্থায়ী পুলিশ ক্যাম্পের ডিউটি অফিসার সুমন পারভেজ জানান, উত্তরা জোনের পক্ষ থেকে অস্থায়ী পুলিশ ক্যাম্পে সার্বিক নিরাপত্তার জন্য ১৭টি পোস্টে প্রায় ১০০ কর্মকর্তা ও সদস্য নিয়োজিত। এ ছাড়া দোতলায় কার্যক্রম চালাচ্ছে স্বাস্থ্য অধিদফতরের মেডিকেল সেন্টার ও বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের হজ বুথ। সবকিছু মিলিয়ে হজ ফ্লাইটের জন্য প্রস্তুত রয়েছে হজ ক্যাম্প। এ প্রসঙ্গে জানতে চাইলে হজ অফিসের পরিচালক (যুগ্মসচিব) সাইফুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘এবার হজ ক্যাম্পে তেমন চাপ নেই।     এরই মধ্যে কয়েক শ হজযাত্রী ক্যাম্পে এসেছেন। সুন্দর ব্যবস্থাপনায় প্রয়োজনীয় কার্যক্রম চালাচ্ছেন হজযাত্রীরা।’ হজ ফ্লাইটের সার্বিক প্রস্তুতির বিষয়ে তিনি জানান, সাধারণত প্রথম ফ্লাইটে যেসব হজযাত্রী সৌদি আরব যাবেন তারাই প্রথমে হজ ক্যাম্পে আসেন। হজযাত্রীরা হজ ক্যাম্পে অবস্থান নিচ্ছেন। তিনি বলেন, ‘এবারের হজযাত্রীর সংখ্যা অন্যবারের চেয়ে অর্ধেকেরও কম। আশা করি সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে সবাই সৌদি আরব পৌঁছতে পারবেন।’বাংলাদেশ থেকে এবার হজে যেতে ১২৮টি ফ্লাইট পরিচালিত হবে। বাংলাদেশ বিমান ৬৫টি, সাউদিয়া ৫১টি, ফ্লাইনাস ১২টি ফ্লাইটে হজযাত্রী পরিবহন করবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই (৯ জিলহজ) সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পের ভিতরে আইনশৃঙ্খলা রক্ষায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প বসিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা জোন। এ ছাড়া সার্বিক শৃঙ্খলার কাজে নিয়োজিত রয়েছেন রোভার স্কাউট সদস্যরা। হজ ক্যাম্পের সার্বিক নিরাপত্তার জন্য ১৭টি পোস্টে প্রায় ১০০ জন পুলিশ সদস্য নিয়োজিত আছেন বলে জানা গেছে। ক্যাম্পের দোতলায় কার্যক্রম চালাচ্ছে স্বাস্থ্য অধিদফতরের মেডিকেল সেন্টার ও বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের হজ বুথ। উল্লেখ্য, চলতি বছরের হজ কার্যক্রম শুক্রবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন হজ ক্যাম্পে আগত হজযাত্রীদের ভিসা, পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়। করোনা মহামারির কারণে গত দুই বছর বাংলাদেশ থেকে কেউ হজে অংশ নিতে পারেননি। এবার হজে সারা বিশ্বের ১০ লাখ মুসল্লি অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জনসহ মোট ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর