রবিবার, ৫ জুন, ২০২২ ০০:০০ টা

প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা আজ

নিজস্ব প্রতিবেদক

ভোক্তা পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা আসছে আজ। এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ বিকাল ৩টায় সংবাদ সম্মেলন করে ঘোষণা দেবে। বিইআরসি কর্তৃপক্ষ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিইআরসি কর্তৃপক্ষ জানান, আইন অনুযায়ী শুনানির ৯০ দিনের মধ্যে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করতে হয়। বিইআরসি কর্তৃপক্ষ সে সময়ের কাছাকাছি চলে এসেছে। তবে ঠিক কী পরিমাণ দাম বৃদ্ধি পাবে  তা এখনো জানা যায়নি। সরকারের প্রতিশ্রুত ভর্তুকির সঙ্গে সমন্বয় করে গ্যাসের দাম ঠিক করার জন্য বিইআরসি কর্তৃপক্ষ কাজ করছে। সাধারণ মানুষের কথা বিবেচনা করেই আবাসিকে গ্যাসের দাম সামান্য বৃদ্ধি হতে পারে বলে কমিশন সূত্রে জানা যায়। এ ছাড়া অন্য খাতগুলোতে সমন্বয় করে দাম বৃদ্ধি করা হবে, যাতে সাধারণ মানুষের ওপর চাপ না পড়ে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর